TRENDING:

Tulsi Gach: যদি বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে নবরাত্রিতে করুন এই কাজ, নাহলেই সংসারে উথাল-পাথাল

Last Updated:
Tulsi Gach: নিয়মিত জল দেওয়া উচিত। পাশাপাশি তুলসী গাছের চারদিকে প্রদক্ষিণ করতে হবে। এতে করে সংসারে শান্তি সমৃদ্ধি আসে এবং ঝামেলা দূর হয়৷
advertisement
1/4
বাড়িতে তুলসী গাছ থাকলে নবরাত্রিতে করুন এই কাজ, নাহলেই সংসারে উথাল-পাথাল
অযোধ্যা:  নবরাত্রিতে, মানুষ মা জগৎ জননী জগদম্বার আশীর্বাদ পেতে নানাবিধ আচার অনুষ্ঠান পালন করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, মা জগৎ জননী জগদম্বা তাঁর ভক্তদের মধ্যে নবরাত্রির নয় দিন অবস্থান করেন এবং ভক্তরা নিয়ম-কানুন মেনে মা জগৎ জননী জগদম্বাকে পূজা -আরাধনা করেন। মা জগদম্বের নয়টি দেবী রূপকে এই পর্বে ৯ দিন ধরে পূজা করা হয়, অন্যদিকে, তুলসী গাছটিকেও নবরাত্রির সময় অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।
advertisement
2/4
ধর্মীয় বিশ্বাস অনুসারে, তুলসী গাছ দেবী লক্ষ্মীর প্রতীক। ফলে যদি আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে নবরাত্রির সময় আপনি তুলসী গাছটিকে দেবী রূপে পুজো করতে পারেন৷  নিয়ম-কানুন মেনে পুজো করলে একইসঙ্গে মা দুর্গা ও মা লক্ষ্মীকে খুশি করা যায়৷ জেনে ধর্মীয়  রীতি মেনে কীভাবে পুজো করলে মা জগৎ জননী জগদম্বা ও মা লক্ষ্মী উভয়কেই খুশি করা যায়৷
advertisement
3/4
তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মনে করা হয় জ্যোতিষাচার্য পণ্ডিত কল্কি কি রাম বলেছেন যে তুলসী গাছকে সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ধর্মীয় গ্রন্থ অনুসারে, তুলসী গাছ হল দেবী লক্ষ্মীর রূপ, যাকে মানুষ সনাতন ধর্মে পুজো করেন। আপনি যদি আপনার বাড়িতে তুলসীর চারা না লাগিয়ে থাকেন তবে নবরাত্রির সময় তা লাগাতে পারেন। শুধু তাই নয়, বাড়ির উত্তর-পূর্ব কোণে তুলসী গাছ লাগালে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হয় এবং পজিটিভ এনার্জি চারদিকে পরিপূর্ণ হয়ে যায়৷
advertisement
4/4
তুলসী গাছ প্রদক্ষিণ করুন চৈত্র নবরাত্রিতে প্রদীপ জ্বালানোর সময় মা দুর্গার সঙ্গে তুলসী গাছের তলাতেও প্রদীপ জ্বালিয়ে দিন। এটি করলে মা লক্ষ্মী ও মা দুর্গার আশীর্বাদ পাওয়া যায়। শুধু তাই নয়, নবরাত্রির দিন পদ্ধতিগতভাবে তুলসী পুজো করলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হয়। নবরাত্রির সময় তুলসী গাছে নিয়মিত জল দেওয়া উচিত। পাশাপাশি তুলসী গাছের চারদিকে প্রদক্ষিণ করতে হবে। এতে করে সংসারে শান্তি সমৃদ্ধি আসে এবং ঝামেলা দূর হয়৷
বাংলা খবর/ছবি/দেশ/
Tulsi Gach: যদি বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে নবরাত্রিতে করুন এই কাজ, নাহলেই সংসারে উথাল-পাথাল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল