২৪ ঘণ্টায় ভারতের ৩ মারাত্মক ক্ষেপণাস্ত্র পরীক্ষা! কাঁপছে পাকিস্তান! অগ্নি-১, পৃথ্বী-২ আর আকাশ প্রাইম ছুঁড়তেই আতঙ্কে শাহবাজ ও মুনির
- Published by:Tias Banerjee
Last Updated:
India missile test: ভারতের প্রতিরক্ষা শক্তির আকাশে যেন বজ্রপাত! ২৪ ঘণ্টার মধ্যেই একের পর এক তিনটি মিসাইল ছুঁড়ে বিশ্ববাসীকে জানিয়ে দিল এখন আর শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণের সামর্থ্যেও সমান সাবলীল ভারত।
advertisement
1/10

ভারতের প্রতিরক্ষা শক্তির আকাশে যেন বজ্রপাত! ২৪ ঘণ্টার মধ্যেই একের পর এক তিনটি মিসাইল ছুঁড়ে বিশ্ববাসীকে জানিয়ে দিল এখন আর শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণের সামর্থ্যেও সমান সাবলীল ভারত।
advertisement
2/10
অগ্নি-১, পৃথ্বী-২ এবং আকাশ প্রাইম এই তিন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় একদিকে যেমন ভারতের কূটনৈতিক বার্তা আরও দৃঢ়, তেমনি অন্যদিকে পাকিস্তানের ঘুম উড়ে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
advertisement
3/10
বিশেষত ‘অপারেশন সিন্দুর’-এর পর সেনাবাহিনীর এই আক্রমণাত্মক গতি স্পষ্ট করে দিল ভারত এখন আর শুধু শান্তির পক্ষে নয়, প্রয়োজনে জবাব দিতে তৈরি।
advertisement
4/10
ভারতের সামরিক শক্তি এখন এক নতুন পর্যায়ে পৌঁছেছে। ২৪ ঘণ্টার মধ্যে দেশটি যে তিনটি মারাত্মক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে, তা শুধু প্রতিবেশী পাকিস্তানকেই নয়, গোটা বিশ্বকেই চমকে দিয়েছে। এই তালিকায় রয়েছে – অগ্নি-১, পৃথ্বী-২ এবং আকাশ প্রাইম।
advertisement
5/10
‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যের পরই ভারত তার প্রতিরক্ষা প্রযুক্তিতে আরও গতি এনেছে। ১৬ ও ১৭ জুলাই, দু’দিনে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে তিনটি বড়সড় সাফল্য অর্জন করেছে। প্রতিটি পরীক্ষাই সফল, এবং সেগুলি পরিচালিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের কড়া তত্ত্বাবধানে।
advertisement
6/10
চান্দিপুর থেকে পৃথ্বী-২ ও অগ্নি-১-এর সফল উৎক্ষেপণ ওড়িশার চান্দিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) থেকে পৃথ্বী-২ এবং অগ্নি-১ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। দু’টিই ছোট দূরত্বের ব্যালিস্টিক মিসাইল, এবং পরীক্ষাগুলি পরিচালিত হয় স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (SFC)-এর তত্ত্বাবধানে।
advertisement
7/10
এরই পাশাপাশি, লাদাখের প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় সফলভাবে পরীক্ষিত হয়েছে আকাশ প্রাইম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এই সিস্টেমটি সম্পূর্ণভাবে ভারতেই তৈরি করেছে DRDO, এবং এটি আকাশ রেজিমেন্টের তৃতীয় ও চতুর্থ ইউনিটে যুক্ত করা হবে। পাকিস্তানের চাইনিজ ফাইটার জেট ও তুর্কি ড্রোনের আক্রমণ ঠেকাতে ‘অপারেশন সিন্দুর’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
advertisement
8/10
কোন ক্ষেপণাস্ত্র কী? জেনে নিন বিশেষত্ব 🔸 অগ্নি-১: রেঞ্জ: ১২০০ কিমি গতি: ঘন্টায় প্রায় ৯০০০ কিমি ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্র বহনের ক্ষমতা।
advertisement
9/10
🔸 পৃথ্বী-২: রেঞ্জ: ৩৫০ কিমি তরল জ্বালানিতে চালিত নিশানায় অত্যন্ত নির্ভুল আঘাত হানার ক্ষমতা! 🔸 <strong>আকাশ প্রাইম:</strong>‘আকাশ’ মিসাইলের উন্নত সংস্করণটার্গেট রেঞ্জ: ৩০–৩৫ কিমিউচ্চতা: ১৮–২০ কিমি পর্যন্ত কার্যকরযুদ্ধবিমান, ক্রুজ মিসাইল এবং ড্রোন ধ্বংসে সক্ষমভারতীয় সেনার প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা হয়েছে।
advertisement
10/10
এই পরীক্ষাগুলি শুধু ভারতের সামরিক সক্ষমতাই প্রমাণ করে না, বরং প্রতিবেশীদের জন্য একটা পরিষ্কার বার্তাও দেয়—ভারত প্রস্তুত, এবং আগুয়ান। বিশেষ করে পাকিস্তানের কাছে, যারা এখনও চিনা ও তুর্কি প্রযুক্তির উপর নির্ভরশীল—এই সাফল্য একপ্রকার "সতর্কবার্তা"!