TRENDING:

Train Late List: ভয়ঙ্কর 'ঘন' কুয়াশা...! দুই রাজধানী এক্সপ্রেস-সহ পিছল একের পর এক ট্রেন, দেখুন তালিকা

Last Updated:
Train Late List: একাধিক ট্রেনের সময় ঘণ্টার পর ঘণ্টা পিছিয়ে গেল। তালিকায় রয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। ডাউন যোধপুর এক্সপ্রেস ৯ ঘণ্টা, ডাউন রাজধানী এক্সপ্রেস ৫ ঘণ্টা, ডাউন দুন এক্সপ্রেস আড়াই ঘণ্টা, ডাউন কালকা মেল ৫ ঘণ্টা, চম্বল এক্সপ্রেস ৪ ঘণ্টা এবং ডাউন নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস ১২ ঘন্টা দেরিতে চলছে।
advertisement
1/13
ভয়ঙ্কর 'ঘন' কুয়াশা! দুই রাজধানী এক্সপ্রেস-সহ পিছল একের পর এক ট্রেন, দেখুন তালিকা
হাওড়া রাজধানী ৫ ঘণ্টা শিয়ালদহ রাজধানী ৬ ঘণ্টা। ঘন কুয়াশার জেরে লেট হয়ে গেল একাধিক ট্রেন। রেল সূত্রে খবর উত্তর ভারত থেকে হাওড়াগামী ট্রেনগুলিতেই বেশি দেরি হচ্ছে। আবহাওয়ার সতর্কতা ছিল আগেই। ভোর হতেই ভয়ঙ্কর বিপর্যস্ত জনজীবন। উড়ল না বিমান, ছাড়ল না ট্রেন। রাস্তায় গাড়িও চলছে ধীর গতিতে।
advertisement
2/13
একাধিক ট্রেনের সময় ঘণ্টার পর ঘণ্টা পিছিয়ে গেল। তালিকায় রয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। ডাউন যোধপুর এক্সপ্রেস ৯ ঘণ্টা, ডাউন রাজধানী এক্সপ্রেস ৫ ঘণ্টা, ডাউন দুন এক্সপ্রেস আড়াই ঘণ্টা, ডাউন কালকা মেল ৫ ঘণ্টা, চম্বল এক্সপ্রেস ৪ ঘণ্টা এবং ডাউন নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস ১২ ঘন্টা দেরিতে চলছে।
advertisement
3/13
এছাড়াও ডাউন সরাইঘাট এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা দেরিতে হাওড়া স্টেশনে ঢুকেছে। একই কারণে দক্ষিণ পূর্ব রেলের ডাউন পুরী এক্সপ্রেস, ডাউন চেন্নাই মেল-সহ একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে আসছে।
advertisement
4/13
আপ ফলকনামা এক্সপ্রেস এবং আপ ইস্পাত এক্সপ্রেস নির্ধারিত সময়ের দেরিতে ছেড়েছে। দুটি শাখাতেই দৃশ্যমান্যতা কমে যাওয়ার কারণে লোকাল ট্রেন বহু দেরিতে যাতায়াত করছে। অন্যদিকে শিয়ালদহ ডিভিশনে পদাতিক, দার্জিলিং মেল সব কুয়াশার কারণে দেরিতে চলাচল করছে।
advertisement
5/13
দিল্লি-সহ উত্তর ভারতের কিছু অংশ ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে যা অনেক জায়গায় ফ্লাইট ও ট্রেন চলাচলকে প্রভাবিত করেছে। কুয়াশার প্রভাব পড়েছে কলকাতাতেও। ফলে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে।
advertisement
6/13
SpiceJet, Indigo, এবং Air India-এর ফ্লাইটগুলি আজ এবং গত কয়েকদিন প্রভাবিত হয়েছিল যদিও দিল্লি আগমনের ফ্লাইটের জন্য গড়ে পাঁচ মিনিট এবং প্রস্থানের ফ্লাইটের জন্য ১১ মিনিটের বিলম্বের রিপোর্ট করেছে, FlightRadar24 অনুসারে।
advertisement
7/13
কলকাতা বিমানবন্দর থেকে উত্তর পূর্ব ভারত ও দিল্লি যাওয়ার একাধিক বিমান দেরিতে উড়েছে ও নেমেছে। স্পাইসজেট বলেছে যে খারাপ আবহাওয়ার কারণে অমৃতসর এবং গুয়াহাটিতে তাদের আগত এবং বহির্গামী ফ্লাইটগুলিতে সার্ভিস "প্রভাবিত হতে পারে"।
advertisement
8/13
বিমান সংস্থাগুলি যাত্রীদের অনুরোধ করেছে "তাদের ফ্লাইট স্ট্যাটাস চেক করতে।"IndiGo একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে যে ঘন কুয়াশা অমৃতসর এবং গুয়াহাটিতে ফ্লাইট সময়সূচীকে প্রভাবিত করতে পারে।
advertisement
9/13
কম দৃশ্যমানতার কারণে শ্রীনগর এবং চণ্ডীগড়ের জন্য ফ্লাইটের সময়সূচীতেও পরিবর্তন করা হয়েছিল এবং এই শহরগুলিতে কুয়াশার কারণে দিল্লি, বেঙ্গালুরু এবং লখনউয়ের যাত্রীদের ফ্লাইটের অবস্থা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছিল।
advertisement
10/13
"বিমানবন্দরে ভ্রমণ করার সময় অনুগ্রহ করে অতিরিক্ত সময় দিন, কারণ দৃশ্যমানতা হ্রাস গাড়ির চলাচলকে প্রভাবিত করতে পারে,"। যাত্রার আগে ফ্লাইট স্ট্যাটাস চেক করার জন্য একই ধরনের পরামর্শ এয়ার ইন্ডিয়া জারি করেছে।
advertisement
11/13
যদিও আজ সকাল থেকে কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে ব্যাপক ভাবে। দৃশ্যমান্যতা ৫০মিটারের নীচে নেমে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত হয়েছে কলকাতা বিমানবন্দরে।
advertisement
12/13
সোমবার ভোর ৪টে থেকে দৃশ্যমান্যতা ৫০মিটারের নীচে নেমে যায়। এর ফলে বিমান পরিষেবা ব্যাহত হয়। এখন দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে থাকায় কলকাতা বিমানবন্দর থেকে কোনও বিমান প্রস্থান অর্থাৎ ডিপারচার করেনি।
advertisement
13/13
অন্যদিকে যে সমস্ত বিমানে ক্যাট-৩ বি ব্যবস্থা রয়েছে সেই সমস্ত বিমান কলকাতা বিমানবন্দরে অবতরন করতে পেরেছে। বিমানবন্দর সূত্রে খবর, সকাল পর্যন্ত মাত্র ২-৩টি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পেরেছে। দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে নেমে যাওয়াতেই এই বিপত্তি দেখা দিয়েছে।
বাংলা খবর/ছবি/দেশ/
Train Late List: ভয়ঙ্কর 'ঘন' কুয়াশা...! দুই রাজধানী এক্সপ্রেস-সহ পিছল একের পর এক ট্রেন, দেখুন তালিকা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল