Train Accident: এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রী ভর্তি ট্রেনে দাউ দাউ করে আগুন, পুড়ে ছাই একাধিক কামরা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Train Accident: ফেরে ট্রেনে বিপদ, এবার অমৃতসর-পুর্ণিয়াগামী জনসেবা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গিয়েছে। কী ভাবে লাগল আগুন?
advertisement
1/6

ফেরে ট্রেনে বিপদ, এবার অমৃতসর-পুর্ণিয়াগামী জনসেবা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গিয়েছে। (ঘটনার ছবি)
advertisement
2/6
শুক্রবার ১৪৬১৮ ট্রেনটি শুক্রবার সন্ধেবেলায় বিহারের সমস্তিপুরের কাছে সোনবর্ষা কুছেরি স্টেশনের কাছে ছিল, সেই সময়েই ট্রেনের জেনারেল কামরায় আগুন লাগে বলে যাত্রীদের দাবি।
advertisement
3/6
শুক্রবার ১৪৬১৮ ট্রেনটি শুক্রবার সন্ধেবেলায় বিহারের সমস্তিপুরের কাছে সোনবর্ষা কুছেরি স্টেশনের কাছে ছিল, সেই সময়েই ট্রেনের জেনারেল কামরায় আগুন লাগে বলে যাত্রীদের দাবি।
advertisement
4/6
প্রাথমিক তদন্তে রেল কর্তাদের অনুমান, বিড়ি বা সিগারেট থেকে এই আগুন লেগে খাকতে পারে, তবে মোবাইল ফোন বিস্ফোরণেও এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
5/6
জানা গিয়েছে দ্রুত ওই আগুন গোটা কামরায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি থামাতে ট্রেনের অগ্নিনির্বাপণ যন্ত্রগুলি কাজে লাগানো হয়।
advertisement
6/6
যদিও রেল কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত আগুন নেভানো হয়েছে। সকল যাত্রীদের ওই কামরা থেকে নামিয়ে অন্য কামরায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল এবং পুলিশ, কী ভাবে আগুন লাগল, জানতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।