Train 18: প্রথম মেক ইন ইন্ডিয়া, দ্রুততম ‘বন্দে ভারত এক্সপ্রেস’ উদ্বোধনে রেলমন্ত্রী
Last Updated:
advertisement
1/27

সফর শুরু করল ট্রেন ১৮ ৷ শুক্রবার অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি নয়াদিল্লি থেকে যাত্রা শুরু করল ট্রেনটি ৷
advertisement
2/27
ভারতের প্রথম ‘ইঞ্জিনবিহীন’ ট্রেন হল ট্রেন ১৮ ৷ পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটির নাম পরিবর্তন হয়েছে ৷ দিল্লি থেকে বারাণসী যাওয়ার এই ট্রেনটির নতুন নাম বন্দে মাতারম এক্সপ্রেস ৷
advertisement
3/27
শুক্রবার ট্রেনটির সফর শুরুর সময় গোটা বিষয়টি তদারকি করে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী মুরলি মনোহর যোশী এবং রেলমন্ত্রী পীযূশ গোয়েল ৷
advertisement
4/27
ইঞ্জিনবিহীন এই ‘Train 18’-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিমি ৷ যা শতাব্দী এক্সপ্রেসের চেয়েও ৩০ কিলোমিটার বেশি
advertisement
5/27
গন্তব্য স্থানে পৌঁছতে অন্যান্য ট্রেনের থেকে ১৫ শতাংশ কম সময় লাগবে এই ট্রেনটির ৷
advertisement
6/27
এক ঝলকে দেখে নিন, কত উন্নত প্রযুক্তি মারফত তৈরি করা হয়েছে ট্রেনটির ড্রাইভার কেবিন ৷
advertisement
7/27
উচ্চগতির এবং বিনা ইঞ্জিনের এই ‘ট্রেন ১৮’-র মোট কামরা সংখ্যা ১৬ ৷ প্রায় আঠেরো মাস ধরে চেন্নাইয়ের ইন্ট্রিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে সম্পূর্ণ শীততাপনিয়ন্ত্রিত এই ট্রেনটি ৷
advertisement
8/27
ড্রাইভার কেবিনের ভিতরের ছবি
advertisement
9/27
গোটা ট্রেনটি মুড়ে দেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরায় ৷ ট্রেনটির মাঝখানে আছে দুটি একজিকিউটিভ কম্পার্টমেন্ট ৷
advertisement
10/27
সেখানে ৫২টি সুপার কমফর্ট আসন রয়েছে। অন্য কোচগুলিতে সিটের সংখ্যা ৭৮ ৷
advertisement
11/27
খাবারের গুণমানের উপরও বিশেষ নজর রাখা হয়েছে ৷
advertisement
12/27
গোটা ট্রেনটি মুড়ে দেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরায় ৷ ট্রেনটির মাঝখানে আছে দুটি একজিকিউটিভ কম্পার্টমেন্ট ৷ সেখানে ৫২টি সুপার কমফর্ট আসন রয়েছে। অন্য কোচগুলিতে সিটের সংখ্যা ৭৮ ৷
advertisement
13/27
(Image: News18/Payal Mehta)
advertisement
14/27
গোটা ট্রেনটি মুড়ে দেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরায় ৷ ট্রেনটির মাঝখানে আছে দুটি একজিকিউটিভ কম্পার্টমেন্ট ৷ সেখানে ৫২টি সুপার কমফর্ট আসন রয়েছে। অন্য কোচগুলিতে সিটের সংখ্যা ৭৮ ৷
advertisement
15/27
ট্রেনটির রয়েছে বিশেষ প্রযুক্তিসম্পন্ন লাইট, অটোমেটিক দরজা ৷ এছাড়াও রয়েছে জিপিএস প্রযুক্তি সম্পন্ন একটি বিশেষ যন্ত্র ৷ যা ট্রেনে থাকা সমস্ত যাত্রীর তথ্য থাকবে সেখানে ৷
advertisement
16/27
ট্রেন-১৮-র ভিতরের ছবিটি একঝলকে ৷
advertisement
17/27
ট্রেনের ক্রু মেম্বারদের সঙ্গে ছবি তুললেন পীযূশ গোয়েল ৷
advertisement
18/27
এই ট্রেনে রয়েছে প্লাজমা টিভি থেকে শুরু করে সিসিটিভি, অটোমেটিক দরজা এবং জিপিএস নিয়ন্ত্রিত প্যাসেঞ্জার ইনফর্মেশন সিস্টেমও ৷
advertisement
19/27
ট্রেনের আভ্যন্তরীণ পরিস্থিতি তদারকি করে দেখছেন পীযূশ গোয়েল ৷
advertisement
20/27
শুক্রবার সকালে ৬.৩৫ মিনিট নাগাদ যাত্রা শুরু করে ট্রেনটি ৷ নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগে বারাণসী পৌঁছায় ট্রেনটি ৷ দুপুর ২.৩০ নাগাদ বারাণসী পৌঁছায় ট্রেনটি ৷
advertisement
21/27
ট্রেনটির মধ্যে থাকছে বায়ো ভ্যাকুয়াম টয়লেট, এলইডি লাইট, মোবাইল চার্জিং পয়েন্টের বিশেষ ব্যবস্থা
advertisement
22/27
ট্রেনটিতে রয়ছে ট্রেনটির মধ্যে থাকছে বায়ো ভ্যাকুয়াম টয়লেট, এলইডি লাইট, মোবাইল চার্জিং পয়েন্টের বিশেষ ব্যবস্থা
advertisement
23/27
নিরাপত্তারক্ষীদের সঙ্গে ছবি তুললেন পীযূশ গোয়েল ৷
advertisement
24/27
ট্রেনটির মধ্যে থাকছে বায়ো ভ্যাকুয়াম টয়লেট, এলইডি লাইট, মোবাইল চার্জিং পয়েন্টের বিশেষ ব্যবস্থা ৷ এছাড়াও রয়েছে ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম ৷ যা ট্রেনের ভিতর নিজের ইচ্ছেমত আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারবেন যাত্রীরা ৷
advertisement
25/27
ট্রেনে উপস্থিত প্রতিটি যাত্রীই যাতে ড্রাইভারকে দেখতে পান, সেভাবেই ট্রেনের নকশা তৈরি করা হয়েছে ৷
advertisement
26/27
(Image: News18/Payal Mehta)
advertisement
27/27
সফর শুরুর আগের মুহূর্তে ৷