কর্মচারীর করোনা সংক্রমণ, ফের ২ দিনের জন্য বন্ধ তিরুপতি মন্দির
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

এক কর্মচারীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়তেই ফের দু' দিনের জন্য বন্ধ করে দেওয়া হলো তিরুপতি মন্দির৷ গোবিন্দ রাজ স্বামী মন্দিরে ভক্তদের মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে৷ মন্দিরের কর্মীদের মধ্যে এই প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ল বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ৷
advertisement
2/5
তিরুপতি মন্দিরে মোট ৭ হাজার কর্মচারী রয়েছেন৷ এ ছাড়াও বাইরে থেকে আরও ১২ হাজার মানুষ নানা ভাবে এই মন্দিরে পরিষেবা দেন৷ লকডাউন প্রত্যাহারের পর সোমবার থেকেই মন্দির খুলেছিল৷ প্রথম দু' দিন কর্মচারীদের নিয়ে মহড়াও চালানো হয়৷ নেওয়া হয়েছিল একাধিক সতর্কতামূলক ব্যবস্থা৷ তার পরেও করোনা সংক্রমণের জেরে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল৷
advertisement
3/5
তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ভক্তদের প্রবেশ বন্ধ থাকলেও মন্দিরের পুজো চালু থাকবে৷ যে কর্মীর সংক্রমণ ঘটেছে, তিনি মন্দিরের স্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন৷
advertisement
4/5
ভক্তদের মাস্ক পরা, পাঁচ থেকে ছ' ফুটের তফাত রাখা, স্পর্শহীন পরিষেবা, লাইনে দাঁড়ানোর আগে সবাইকে জীবাণুমুক্ত করার মতো একাধিক পদক্ষেপ নিয়েছিল তিরুপতি মন্দির কর্তৃপক্ষ৷ করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত ২০ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল তিরুপতি মন্দির৷
advertisement
5/5
ভক্তদের মাস্ক পরা, পাঁচ থেকে ছ' ফুটের তফাত রাখা, স্পর্শহীন পরিষেবা, লাইনে দাঁড়ানোর আগে সবাইকে জীবাণুমুক্ত করার মতো একাধিক পদক্ষেপ নিয়েছিল তিরুপতি মন্দির কর্তৃপক্ষ৷ করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত ২০ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল তিরুপতি মন্দির৷