TRENDING:

Tina Dabi Goa Vacation : ব্যস্ত সূচি থেকে ক্ষণিকের ছুটি, স্বামীর সঙ্গে গোয়ায় ঢেউয়ের সঙ্গে একাত্ম নববিবাহিত আইএএস আধিকারিক টিনা

Last Updated:
Tina Dabi Goa Vacation : ব্যস্ত সূচি থেকে অবসর বার করে স্বামী প্রদীপ গওয়ান্ডের সঙ্গে তিনি সময় কাটান গোয়ার সৈকতে ৷
advertisement
1/8
স্বামীর সঙ্গে গোয়ায় ঢেউয়ের সঙ্গে একাত্ম নববিবাহিত আইএএস আধিকারিক টিনা
আইএএস অফিসার টিনা ডাবী তাঁর গোয়াসফরের ছবি শেয়ার করেছেন সমাজমাধ্যমে৷ ব্যস্ত সূচি থেকে অবসর বার করে স্বামী প্রদীপ গওয়ান্ডের সঙ্গে তিনি সময় কাটান গোয়ার সৈকতে ৷
advertisement
2/8
অবসরের ছবিতে ধরা পড়েছেন আমলা দম্পতি ও তাঁদের বন্ধুবান্ধবরা ৷ ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে টিনা লিখেছেন, ‘‘ঢেউয়ের সঙ্গে এক হয়ে যাচ্ছি৷’’
advertisement
3/8
টিনা এবং প্রদীপ দু’জনেই রয়েছেন প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে ৷ জানা গিয়েছে সম্প্রতি অতিমারি পরিস্থিতি মোকাবিলার সময়ে দু’জনের আলাপ ৷ গত এপ্রিলে ঘরোয়া অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন তাঁরা ৷
advertisement
4/8
বিয়ের প্রস্তুতি এবং বিয়ের ছবিও শেয়ার করেছিলেন টিনা ৷ ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘‘অবশেষে আমার বিয়ের অ্যালবামের ছবি দিলাম ৷ স্মৃতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে ভাল লাগছে৷’’
advertisement
5/8
সম্প্রতি জয়সলমেঢ়ের জেলাশাসক পদে যোগ দিয়েছেন টিনা ৷ তার কয়েক দিন আগেই তিনি গোয়ায় ছুটি কাটানোর ছবি পোস্ট করেন৷ এর আগে তাঁর কর্মস্থল ছিল জয়পুর ৷
advertisement
6/8
২০১৫ সালে আইএএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন টিনা ৷ দলিত সম্প্রদায় থেকে তিনিই প্রথম এই পরীক্ষায় প্রথম স্থান পান ৷ পাশাপাশি, এক জন মহিলা হিসেবেও এই নজির তিনিই প্রথম স্থাপন করেছেন ৷
advertisement
7/8
টিনার প্রথম স্বামী ছিলেন আইএএস অফিসার আথার আমির খান ৷ ২০১৫ সালে ইউপিএসসি পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান পেয়েছিলেন ৷ টিনা ও আমিরের দু’ বছরের দাম্পত্য ভেঙে যায় ২০২১-এ ৷
advertisement
8/8
টিনার বিয়ের পর পরই তাঁর প্রাক্তন স্বামী আথার আমির নিজের বাগদানের ছবি শেয়ার করেন সামাজিক মাধ্যমে ৷ তাঁর হবু স্ত্রী মেহরীন কাজী পেশায় চিকিৎসক ৷
বাংলা খবর/ছবি/দেশ/
Tina Dabi Goa Vacation : ব্যস্ত সূচি থেকে ক্ষণিকের ছুটি, স্বামীর সঙ্গে গোয়ায় ঢেউয়ের সঙ্গে একাত্ম নববিবাহিত আইএএস আধিকারিক টিনা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল