Rain Alert|| সকালেই ঘনাবে সন্ধের আঁধার! কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Thunderstorms with lightning and rainfall Alert within 2 hours: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তর ২৪ পরগণার বেশ কিছু অংশে আর কিছুক্ষণের মধ্যেই নামবে তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
1/5

*সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতা এবং সংলগ্ন দুই ২৪ পরগণার বেশ কিছু অংশে রোদের দেখা মেলেনি বরং মৃদুমন্দ হাওয়া দিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তর ২৪ পরগণার বেশ কিছু অংশে আর কিছুক্ষণের মধ্যেই নামবে তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। প্রতীকী ছবি।
advertisement
2/5
*হাওয়া অফিসের তরফে বৃষ্টির পূর্বাভাস দেওয়ার পাশাপাশি ওই সময়ে যাতে বাড়ির বাইরে কেউ না বেরোন, সেই সতর্কতাও জারি করা হয়েছে। প্রতীকী ছবি।
advertisement
3/5
*রবিবার বঙ্গোসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। পশ্চিমবঙ্গের উপকূলেও সেই নিম্নচাপের প্রভাব পড়বে। সোমবার থেকে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রতীকী ছবি।
advertisement
4/5
*মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। রবিবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিবর্তন হতে পারে। প্রতীকী ছবি।
advertisement
5/5
*নিম্নচাপটি ওড়িশা উপকূল সংলগ্ন এলাকাতেই সোমবারের পর ও শক্তি বাড়াতে পারে। শক্তি বাড়িয়ে নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ওড়িশা ও বাংলা উপকূলের মাঝে এটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। ওড়িশার পাশাপাশি বাংলাতেও এর প্রভাব পড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। প্রতীকী ছবি।