সাইকেলেই কাজ! একদিনও অফিস কামাই না করে মুম্বই-কন্যাকুমারী গেলেন তিন বন্ধু
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
মোট ১,৬৮৭ কিমি রাস্তা তাঁরা অতিক্রম করেন প্রায় এক মাসে । প্রতিদিনই সকলা ১১টা নাগাদ অফিসে লগ-ইন করতেন তিন বন্ধু ।
advertisement
1/5

• ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা যখন রয়েছে, তখন তাকে চেটেপুটে উপভোগ করতে কে না চায় । পন্যানডেমিকের জন্য এখনও দেশের অনেক অফিসই বন্ধ । বাড়ি থেকেই চলছে অফিসের কাজ । আর সেই সুযোগকেই ২০০ শতাংশ কাজে লাগালেন তিন বন্ধু । সাইকেল চেপে মুম্বই থেকে কন্যাকুমারী গেলেন তাঁরা । তবে একদিনও অফিস কামাই না করে । ছবি: সংগৃহীত
advertisement
2/5
• ব্যাকসেন জর্জ, অ্যালওয়ান জোসেফ ও রতীশ ভলেরাও । তিন বন্ধু মিলে একদিন সিদ্ধান্ত নেন বহু বছরের জমে থাকা সাইকেল ট্রিপের স্বপ্ন এ বার পূরণ করবেন তাঁরা । অফিস যখন ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দিয়েইছে । সেটাকেই কাজে লাগাতে হবে । যেমন ভাবা তেমনি কাজ । মুম্বই থেকে অফিসের প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম নিযে যাত্রা শুরু করেন তাঁরা নভেম্বরের শেষের দিকে । গন্তব্য কন্যাকুমারী । ছবি: সংগৃহীত
advertisement
3/5
• মোট ১,৬৮৭ কিমি রাস্তা তাঁরা অতিক্রম করেন প্রায় এক মাসে । প্রতিদিনই সকলা ১১টা নাগাদ অফিসে লগ-ইন করতেন তিন বন্ধু । ছবি: সংগৃহীত
advertisement
4/5
• সকাল ৪টেয় সাইকেল নিয়ে শুরু হত যাত্রা । এরপর কোনও ধাবা বা লজে গিয়ে উঠতেন বেলা ১১টা নাগাদ । এরপর সেখান থেকেই লগ-ইন করতেন অফিসে । চলত কাজ । অফিস শেষের পর আবার কিছুটা যাত্রা অথবা বিশ্রাম । ছবি: সংগৃহীত
advertisement
5/5
• রোজ গড়ে প্রায় ৮০ কিমি সাইকেল চালাতেন তাঁরা । তিন বন্ধুর বক্তব্য, এ ভাবে এনজয় করে অফিসের কাজ করতে পেরে তাঁরা দারুণ খুশি । সঙ্গে রয়েছে নতুন নতুন জায়গা দেখার আনন্দ । প্রতিটা মুহূর্ত তাঁরা এনজয় করেছেন, এমনটাই জানালেন জর্জ, জোসেফ ও রতীশ । ছবি: সংগৃহীত