Maharashtra Liquor Policy: মদের দাম চলে গেল সাধারণ মানুষের নাগালের বাইরে! বড় সিদ্ধান্ত, কিনতে গেলে পকেট ফাঁকা!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Alcohol Price increase in Maharashtra- মহারাষ্ট্র সরকার মঙ্গলবার থেকে এক্সাইজ ডিউটি বাড়িয়ে দিল। ফলে ভারতীয় মদ (IMFL)-এর উপর রাজ্য এক্সাইজ ডিউটি প্রায় ৫০ শতাংশের বেশি বাড়ানো হয়েছে। এতে খুচরো বাজারে মদের দাম বেড়ে গেল ৬০ শতাংশেরও বেশি।
advertisement
1/6

১৪ বছরে এই প্রথমবার এভাবে মদের দাম বৃদ্ধি পেল মহারাষ্ট্রে। সুরাপ্রেমীদের জন্য হয়তো এর থেকে খারাপ খবর আর নেই! মঙ্গলবার সকালে সরকারি নির্দেশিকা জারি হয়েছে মহারাষ্ট্রজুড়ে। এর ফলে মদের দাম সেখানে বাড়বে অনেকটাই।
advertisement
2/6
মহারাষ্ট্র সরকার মঙ্গলবার থেকে এক্সাইজ ডিউটি বাড়িয়ে দিল। ফলে ভারতীয় মদ (IMFL)-এর উপর রাজ্য এক্সাইজ ডিউটি প্রায় ৫০ শতাংশের বেশি বাড়ানো হয়েছে। এতে খুচরো বাজারে মদের দাম বেড়ে গেল ৬০ শতাংশেরও বেশি। অর্থাৎ মদের দাম সেখানে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেল।
advertisement
3/6
দেশি মদে ১৪ শতাংশ এবং আমদানিকৃত প্রিমিয়াম মদে ২৫ শতাংশ মতো দামবৃদ্ধি হয়েছে। বিয়ার ও ওয়াইনের ওপর এখনও বাড়তি কর চাপানো হয়নি। তবে এই দুই ক্ষেত্রেও দাম বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
4/6
জানা যাচ্ছে, রাজকোষে টান পড়েছে বলেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, এখন থেকে ১৮০ মিলি IMFL-এর দাম ১২০-১৫০ টাকা থেকে বেড়ে হবে অন্তত ২০৫ টাকা। প্রিমিয়াম ব্র্যান্ডের ক্ষেত্রে একই পরিমাণ বোতলের দাম বেড়ে দাঁড়াবে অন্তত ৩৬০ টাকা। আগে যা ছিল ২১০ থেকে ৩৩০ টাকার মধ্যে। দেশি মদের দাম বেড়ে ৭০ থেকে ৮০ টাকায় পৌঁছবে।
advertisement
5/6
মদের বোতলের মূল্যবৃদ্ধির পাশাপাশি মহারাষ্ট্র সরকার চালু করেছে একটি নতুন শ্রেণির মদ। ‘মহারাষ্ট্র-মেড লিকার’ বা MML। এই নতুন ধরনের মদ মূলত শস্য থেকে তৈরি। এটিকে এক্সাইজ ডিউটি বৃদ্ধির আওতার বাইরে রাখা হয়েছে। ১৮০ মিলি বোতলের ন্যূনতম দাম রাখা হতে পারে ১৪৮ টাকা।
advertisement
6/6
জানা গিয়েছে, MML ছাড়ের সুবিধা পেতে হলে যেসব কারখানা এখন মলাসেস থেকে মদ প্রস্তুত করে, তাদেরও বাধ্যতামূলকভাবে শস্যভিত্তিক মদ উৎপাদন করতে হবে। MML ধীরে ধীরে যাতে IMFL-এর বাজার দখল করতে পারে, সেই চেষ্টাই নাকি করছে সরকার।