TRENDING:

ভারতের সামরিক শক্তি কয়েক গুণ বাড়ায় কিছুটা ব্যাকফুটে চিন, ভয়ে কাঁপছে পাকিস্তান!

Last Updated:
advertisement
1/12
ভারতের সামরিক শক্তি বাড়ায় কিছুটা ব্যাকফুটে চিন, ভয়ে কাঁপছে পাকিস্তান
ভারতে তৈরি প্রথম যুদ্ধবিমানবাহী যুদ্ধজাহাজের নাম INS বিক্রান্ত। চলতি বছরে ২ সেপ্টেম্বর, আইএনএস বিক্রান্ত-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরলের কোচি থেকে জলে ভাসানো হয় বিক্রান্তকে। যা মূলত ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে মাইলস্টোন
advertisement
2/12
বিক্রান্ত ভারতে তৈরি প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ায়। ভারতের নৌ-ইতিহাসে এই প্রথম এত বড় যুদ্ধজাহাজ তৈরি হয়েছে। উদ্বোধনের দিন মোদি বলেন, 'আইএনএস বিক্রান্ত শুধুমাত্র একটি যুদ্ধাস্ত্র নয়। ভারতের দক্ষতা এবং প্রতিভারও প্রমাণ
advertisement
3/12
আরও বিধ্বসী হয়ে উঠছে অগ্নি ফাইভ। সরকার চাইলে সাত হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম জানিয়েছেন বিজ্ঞানীরা। সেক্ষেত্রে ইউরোপ পর্যন্ত পৌঁছে যাবে ভারতের এই ব্যালিস্টিক মিসাইল
advertisement
4/12
ভারত থেকেই চিনের ভিতরে গিয়ে আঘাত হানতে সক্ষম অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মনে করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা কাছ থেকে দেখতে ফের ভারত সাগরে উঁকিঝুঁকি দিচ্ছে চিনা জাহাজ
advertisement
5/12
গুপ্তচর জাহাজ লাগিয়েও চিন ভারতের অগ্নি ফাইভ মিসাইল এর ঠিকানা শেষ পর্যন্ত পায়নি। চিন বিশ্বাস করে তাদের দং ফেং মিসাইলকে পেছনে ফেলতে পারে ভারতের এই অগ্নি
advertisement
6/12
ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নাগ এবং রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি শব্দের চেয়ে দ্রুতগামী (সুপারসনিক) ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস। ডিআরডিওর তৈরি ভারী ট্যাঙ্ক অর্জুন এবং সাঁজোয়া গাড়িবাহিত ১৫৫ মিলিমিটার হাউইৎজার ‘কে-৯ বজ্র’
advertisement
7/12
প্রতিরক্ষা উৎপাদনে বেসরকারি সংস্থাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা কয়েক বছর আগেই ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার। সেই নীতি মেনেই টাটা গোষ্ঠীর তৈরি ‘কুইক রিঅ্যাকশন ফাইটিং ভেহিকল্‌’ ঠাঁই নিয়েছে সেনায়
advertisement
8/12
হিন্দুস্থান অ্যারোনটিস্ক লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি ‘প্রচণ্ড’, ‘ধ্রুব’ এবং ‘রুদ্র’ কপ্টারকেও নিজেদের মতো করে তৈরি করার সুযোগ পেয়েছে ভারত। লাদাখ, সিকিম, অরুণাচল থেকে শুরু করে কাশ্মীর সীমান্ত পর্যন্ত অ্যাটাক হেলিকপ্টার শক্তি বৃদ্ধি করেছে ভারতীয় সেনার
advertisement
9/12
যুদ্ধ ট্যাংকের মত হলেও এটা আসলে ট্যাঙ্ক নয়। নাম কে নাইন বজ্র। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করেছে ভারত। যেকোনো জায়গায় তাড়াতাড়ি পৌঁছে মিনিটে পাঁচটা গোলা মারতে পারে
advertisement
10/12
খুব তাড়াতাড়ি ভারতীয় নৌবাহিনী আমেরিকার তৈরি এফ ১৮ সুপার হর্নেট অথবা ফ্রান্সের রাফায়েল মেরিনের মধ্যে যে কোনও একটি যুদ্ধবিমানকে বেছে নেবে। ২৬ টি যুদ্ধবিমান নেভির জন্য কিনছে ভারত
advertisement
11/12
কয়েক মাস আগে থেকেই আমেরিকার তৈরি আধুনিক রাইফেল সিগ ৭১৬ ব্যবহার করছে ভারতীয় সেনা। এই রাইফেল লাইট মেশিন গান হিসেবেও ব্যবহার করা যায়
advertisement
12/12
রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে একে ২০৩ রাইফেল তৈরি করবে ভারত। ইতিমধ্যে ভারতের হাতে ১০০০ রাইফেল এসেছে। আরো দু মাসের মধ্যে বাকি ১০০০ আসবে। আমেথিতে কারখানা নির্মাণ হয়ে গেলে দ্রুতভাবে বাড়ানো হবে এই রাইফেল তৈরির প্রক্রিয়া
বাংলা খবর/ছবি/দেশ/
ভারতের সামরিক শক্তি কয়েক গুণ বাড়ায় কিছুটা ব্যাকফুটে চিন, ভয়ে কাঁপছে পাকিস্তান!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল