স্বাগত রাফাল বলল আইএনএস কলকাতা! অভিনব আয়োজন ভারতীয় বায়ুসেনার
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
এদিন ভারতের আকাশসীমায় রাফাল ঢুকতেই নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা তাকে স্বাগত জানায়।
advertisement
1/5

সব প্রতীক্ষার অবসান। অম্বালায় বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করল রাফাল যুদ্ধবিমান। এই পাঁচ যুদ্ধবিমানকে স্বাগত জানাতে অভিনব পন্থা নিল ভারতীয় বায়ুসেনা।
advertisement
2/5
এদিন ভারতের আকাশসীমায় রাফাল ঢুকতেই নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা তাকে স্বাগত জানায়। বলা হয়, "ভারত মহাসাগরে আপনাকে স্বাগত। আপনার শৌর্য আকাশ ছুঁক। আবহাওয়া অনুকুল থাকুক।"
advertisement
3/5
অপেক্ষা করছিল আরও চমক। রাফালকে স্বাগত জানতে আকাশসীমায় হাজির ছিল ভারতীয় বায়ুসেনার দুটি সুখোই ৩০ বিমান।
advertisement
4/5
ভারতীয় বায়ুসেনার তরফে ট্যুইটারে সেই ছবি শেয়ার করে বলা হয়, "নিজের দেশে স্বাগত সোনালি তিরের ফলা"
advertisement
5/5
রাফালটি ঘাটিতে প্রবেশ করার পর তার ভিডিও পোস্ট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর কথায়, ভারতীয় সামরিক বাহিনীর ইতিহাসে এ এক গৌরবজ্জ্বল দিন।