কাশ্মীরে এমন কিছু হিন্দু মন্দির রয়েছে যেখানে আর ভক্তরা যায় না ! দেখুন ছবি
Last Updated:
ভবানী মন্দির: এই মন্দির কাশ্মীরের অনন্তনাগের লকড়িপোশ গ্রামে অবস্থিত। দেবীর এই মন্দিরের দেখাশোনা এখন মুসলিমরা করেন।
advertisement
1/7

কাশ্মীরের কিছু বিখ্যাত মন্দিরে আগে ছিল ভক্তদের ভিড়। কিন্তু এখন এই মন্দিরগুলোতে কেউ আসে না। কাশ্মীরের হিন্দু দেবতার মন্দিরে সারা দেশ থেকে ভক্তরা যেতেন। শুধু অমরনাথ মন্দির ও বৈষ্ণদেবী মন্দিরে এখনও ভিড় জমে। বাকি হিন্দু মন্দিরগুলোতে কেউ যায় না শুধু মাত্র আতঙ্কবাদের ভয়ে। photo source news18Hindi
advertisement
2/7
খীর ভবানী মন্দির: এই মন্দির কাশ্মীরের রাজধানি শ্রীনগর থেকে ২৭ কিলোমিটার দূরে অবস্থিত। কাশ্মীরের তুল্লা মুল্লা গ্রামে এই মন্দির আছে। আগে এখানে বছরে একবার মহোৎসব হতো। কিন্তু আতঙ্কবাদের ভয়ে এখন এই মন্দির বন্ধ হয়ে পড়ে রয়েছে। এমনকি পুজোও হয় না ঠিকভাবে। photo source news18Hindi
advertisement
3/7
জোয়ালামুখি দেবী মন্দির: এই মন্দির পুলওয়ামা থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত। দু বছর আগে এই মন্দিরে আতঙ্কবাদীরা আগুন লাগিয়ে দিয়েছিল। এখন এই মন্দিরে পোড়া অংশ ছাড়া কিছু নেই। এখানেও এক সময় প্রচুর ভক্তরা আসতেন। photo source news18Hindi
advertisement
4/7
মাতন্ড সূর্য মন্দির: এই মন্দির ১৪০০ বছর পুরোনো। এবং এই মন্দিরই ভারতের সবচেয়ে পুরোনো সূর্য মন্দির। এখানেই সূর্যের প্রথম রশ্মি পড়ে। কিন্তু এখন এই মন্দির একতা ভগ্নাংশ ছাড়া কিছু নয়। এক সময় এই মন্দিরেও মানুষের আনাগোনা ছিল। photo source news18Hindi
advertisement
5/7
ভবানী মন্দির: এই মন্দির কাশ্মীরের অনন্তনাগের লকড়িপোশ গ্রামে অবস্থিত। দেবীর এই মন্দিরের দেখাশোনা এখন মুসলিমরা করেন। ১৯৯০ সালে এই গ্রাম থেকে হিন্দুরা চলে যায়। তারপর বেশ কিছু সময় এই মন্দির খালি পড়ে ছিল। তারপর মুসলিমরাই এই হিন্দু দেবীর রক্ষার দায়িত্ব নেন। এখানেও এখন আর কেউ আসে না। photo source news18Hindi
advertisement
6/7
ত্রিপুরসুন্দরী মন্দির: এই মন্দির কাশ্মীরের দক্ষিণ অংশে অবস্থিত। এক সময় এই মন্দিরে অনেক ভিড় হত। কিন্তু এখন এখানে বাতি জ্বালানোর মতোও কেউ নেই। photo source news18Hindi
advertisement
7/7
শঙ্করাচার্য মন্দির: শ্রীনগরের এই মন্দির সবচেয়ে পুরোনো মন্দির শঙ্করাচার্যের। ভগবান শিবের এই মন্দিরে এখনও কিছু মানুষ আসেন। তবে আগের মতো ভিড় আর নেই। photo source news18Hindi