একমাত্র মেয়ে বাঁশুরি স্বরাজও আইনজীবী, পাশ করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে
Last Updated:
মেয়ে বাঁশুরি স্বরাজও একজন সফল আইজীবী ৷ দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন বাঁশুরি ৷
advertisement
1/6

• তিনি ছিলেন একজন খাঁটি ফ্যামিলি ওম্যান ৷ ঘরের চার দেওয়ালের মধ্যে একেবারে অন্য মানুষ ৷ সুপ্রিম কোর্টে সফল আইনজীবী, বিচক্ষণ রাজনীতীবিদ, বিদেশমন্ত্রীর তকমা ছেড়ে তিনি তখন একজন দায়িত্ব পরায়ণা স্ত্রী, মমতাময়ী মা ৷
advertisement
2/6
• স্বামী স্বরাজ কৌশলের সঙ্গে প্রেমের সূত্রপাত কলেজে পড়ার সময় থেকেই ৷ দু’জনে একই সঙ্গে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করেছিলেন ৷ দুই বাড়ির প্রবল আপত্তি সত্ত্বেও ১৯৭৩-এ বিয়ে করেন সুষমা ও স্বরাজ ৷
advertisement
3/6
• বিয়ের আগে নাম ছিল সুষমা শর্মা ৷ বিয়ের পর থেকে স্বামীর প্রথম নামকেই নিজের নামের সঙ্গে জুড়ে নেন ৷ মেয়ের নামেও রয়েছে বাবার নাম ৷
advertisement
4/6
• মেয়ে বাঁশুরি স্বরাজও একজন সফল আইজীবী ৷ দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন বাঁশুরি ৷
advertisement
5/6
• অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাশ করা বাঁশুরি ব্যক্তিগত জীবনে খুবই সাদামাঠা ৷ লো-প্রফাইল মেইনটেন করতেই ভালবাসেন ৷
advertisement
6/6
• আইপিএল দূর্নীতির সঙ্গে নাম জড়িয়ে প্রথম লাইমলাইটে এসেছিল বাঁশুরির নাম ৷