স্বামীর দীর্ঘায়ু কামনায় কনের সাজে সেজে করবা চৌথের ব্রত করতেন সুষমা স্বরাজ
Last Updated:
advertisement
1/6

♦ লোদিঘাটে অন্ত্যেষ্টিতক্রিয়া চলছে প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বিজেপি’র বর্ষীয়ান নেত্রী সুষমা স্বরাজ ৷ শোকে মুহ্যমান গোটা দেশ ৷-ফাইল চিত্র ৷
advertisement
2/6
♦ লোদিঘাটে হাজির সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব ৷ হাজির তাঁর স্বামী ও মেয়ে ৷ গায়ন্ত্রী মন্ত্রোচ্চারণের মাধ্যমে চলছে অন্ত্যেষ্টিক্রিয়া ৷-ফাইল চিত্র ৷
advertisement
3/6
♦ আসলে সুষমা স্বরাজ ভারতীয় ঐতিহ্য়-সংস্কৃতির একজন ধারক ও বাহক ছিলেন ৷ আর ভারতীয় সংস্কৃতিকে আরও উজ্জ্বল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন ৷ -ফাইল চিত্র ৷
advertisement
4/6
♦ এমনকী আর পাঁচজন ভারতীয় মহিলাদের মধ্যেও বিভিন্ন ধরনের স্ত্রী-আচার পালন করে মেতে উঠতেন করবাচৌথের উৎসবে ৷ আসলে তাঁর স্বামীর প্রতি সুষমা স্বরাজের ছিল অমোঘ ভালোবাসা ৷ আর সেই কারণে এই উৎসবটি তিনি নিষ্ঠার সঙ্গে পালনে করতেন ৷-ফাইল চিত্র ৷
advertisement
5/6
♦ করবাচৌথের দিন তাঁর বাড়িতে হত বড় অনুষ্ঠান ৷ ধুমধাম করে করে সকল স্ত্রী আচার পালন করতেন প্রয়াত রাজেনীতিবিদ ৷ এমনকী সেদিন তাঁর বাড়িতে সমস্ত বিবাহিত স্ত্রীদের আসার জন্য আমন্ত্রণ জানানো হত ৷ -ফাইল চিত্র ৷
advertisement
6/6
♦ আর এই দিনটিতে তিনি লালশাড়ি, দামী অলঙ্কারে সেজে উঠতেন ৷ এক্কেবারে কনের সাজে সেজে তিনি বসতেন পুজোয় ৷ আর স্বামীর মঙ্গল কামনায় উপোস রেখে করবা মাতার পুজো করতেন তিনি ৷ তাঁর পরিচিতরা জানিয়েছেন, প্রতিবারই তিনি প্রার্থনা করতেন যেন তিনি সিঁথিতে সিঁদুর নিয়ে মৃত্যুবরণ করতে পারেন ৷ আর কাকতালীয়ভাবে এমনটাই হল ৷ -ফাইল চিত্র ৷