Supreme Court: 'সব লিমিট অতিক্রম করে ফেলছে ইডি', প্রবল ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! কোন মামলায়, কী করেছে ইডি জানেন? চমকে উঠবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Supreme Court: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই-এর নেতৃত্বাধীন বেঞ্চ ইডি-র ভূমিকাকে “সাংবিধানিক কাঠামোর লঙ্ঘন” এবং “সীমা ছাড়ানো” বলে আখ্যা দেন।
advertisement
1/7

কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে এবার প্রবল ভর্ৎসনা করল সুপ্রিম কোর্টে। এবারই অবশ্য প্রথম নয়, এর আগেও ইডির কার্যপদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। এবার তামিলনাড়ুর রাজ্য পরিচালিত আবগারি বিপণন সংস্থা TASMAC-এর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্ত ও তল্লাশি অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
advertisement
2/7
এখানেই অবশ্য শেষ নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই-এর নেতৃত্বাধীন বেঞ্চ ইডি-র ভূমিকাকে “সাংবিধানিক কাঠামোর লঙ্ঘন” এবং “সীমা ছাড়ানো” বলে আখ্যা দেন। প্রধান বিচারপতি বলেন, ''আইন-শৃঙ্খলা রাজ্যের অধিকারভুক্ত বিষয়, সেখানে ইডি-র এই হস্তক্ষেপ অসাংবিধানিক।'' বিচারপতি বলেন, ''সব সীমা অতিক্রম করে ফেলেছে ইডি।''
advertisement
3/7
এর আগে বারবার নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ইডিকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। বিশেষ ক্ষমতা বলে ইডি ক্ষমতার অপব্যবহার করে অভিযান চালাচ্ছে, গ্রেফতার করছে। এবার সুপ্রিম কোর্টও জানিয়ে দিল, সব সীমা ছাড়াচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
advertisement
4/7
তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। ওই সংস্থার সদর দফতর সহ অন্যত্র ইডি’র তল্লাশি অভিযানের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে স্থগিতাদেশের আবেদন খারিজ হয়। এরপর তামিলনাড়ু সরকার এবং TASMAC-এর যৌথ আবেদনের ভিত্তিতে ওই মন্তব্য করেন প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসি।
advertisement
5/7
২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত মদ ব্যবসায় যুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজ্য অন্তত ৪১টি এফআইআর করেছে। কিন্তু ২০২৫ সালে ইডি সেই বিষয়ে হস্তক্ষেপ করে তাসম্যাকের সদর দফতরে হানা দেয়। অফিসারদের ফোন ও অন্যান্য যন্ত্রপাতি বাজেয়াপ্ত করে। সেই মামলাতেই সুপ্রিম কোর্ট বলে, ''ব্যক্তি বিশেষের ক্ষেত্রে অভিযোগ দায়ের হতে পারে। কিন্তু একটি কর্পোরেশনের বিরুদ্ধে কীভাবে ফৌজদারি অভিযোগ আনা যায়? ইডি কিন্তু সব সীমারেখা অতিক্রম করছে।'' সরকারি আইনজীবীর উদ্দেশ্যে এমনই মন্তব্য করেন প্রধান বিচারপতি।
advertisement
6/7
ইডি যদিও রাজ্যে এক হাজার কোটির মদ কেলেঙ্কারির অভিযোগ তুলেছে, রাজ্য সরকার বলেছে, যথাযথ ভিত্তি বা 'predicate offence' ছাড়াই কেন্দ্রীয় সংস্থা ‘fishing inquiry’ চালাচ্ছে। তাসমাক কর্মীদের হয়রানি, ফোন বাজেয়াপ্ত করা এবং মহিলাদের দীর্ঘ সময় ধরে আটক রাখার অভিযোগও তোলে রাজ্য।
advertisement
7/7
এর আগে মাদ্রাজ হাইকোর্টে ইডি-র তল্লাশি চ্যালেঞ্জ করলেও আবেদন খারিজ হলে সুপ্রিম কোর্টে যায় তামিলনাড়ু। এবার আপাতত কেন্দ্রীয় সংস্থার তল্লাশিতে রাশ টানল দেশের শীর্ষ আদালত।