Supreme Court: নিরপেক্ষ তদন্তের অধিকার! অভিনেতা থেকে নেতা হওয়া বিজয়ের সভায় পদপিষ্টের ঘটনায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের! তোলপাড় পড়ল দেশে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Supreme Court: সোমবার সকালে শীর্ষ আদালতের বিচারপতি জেকে মাহেশ্বরী এবং এনভি আঞ্জারিয়া একইসঙ্গে গত ২৭ সেপ্টেম্বরের পদপিষ্টের ঘটনায় তিন সদস্যের একটি প্যানেল গঠন করেছে।
advertisement
1/6

নয়াদিল্লি: দক্ষিণী অভিনেতা বিজয় থালাপতির দলীয় সমাবেশে পদপিষ্ট হয়ে গণমৃত্যুর ঘটনায় সিবিআই-কে তদন্তের দায়িত্ব দিল সুপ্রিম কোর্ট। সোমবার কারুর পদপিষ্ট-কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়ে সর্বোচ্চ আদালত বলেছে, দেশের মানুষের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের অধিকার রয়েছে।
advertisement
2/6
সোমবার সকালে শীর্ষ আদালতের বিচারপতি জেকে মাহেশ্বরী এবং এনভি আঞ্জারিয়া একইসঙ্গে গত ২৭ সেপ্টেম্বরের পদপিষ্টের ঘটনায় তিন সদস্যের একটি প্যানেল গঠন করেছে। প্যানেলের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অজয় রাস্তোগী।
advertisement
3/6
TVK চিফ বিজয়ের সভায় গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৪১ জনের। আহত হন শতাধিক মানুষ। তামিলনাড়ুর কারুরের সেই মর্মান্তিক ঘটনায় এ বার সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশেরও সমালোচনা শীর্ষ আদালতের।
advertisement
4/6
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ বলে, ‘নাগরিকদের মৌলিক অধিকারের উপর প্রভাব ফেলেছে এবং গোটা জাতিকে নাড়া দিয়েছে এই ঘটনা।’ এর পরেই সিবিআই-কে তদন্ত হস্তান্তর করে সুপ্রিম কোর্ট এবং তদন্তের তদারকির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিকেও নিযুক্ত করে।
advertisement
5/6
তদন্তের নিরপেক্ষতা রক্ষায় শীর্ষ আদালত জানিয়েছে, কমিটিতে দু’জন IPS অফিসার থাকবেন। তাঁরা তামিলনাড়ুর ক্যাডার হতে পারেন, কিন্তু সেখানকার বাসিন্দা হবে না।
advertisement
6/6
এই কমিটি পদপিষ্টের ঘটনার সঙ্গে সম্পর্কিত যে কোনও বিষয়ে তদন্ত করতে পারে। CBI-কে প্রতি মাসের তদন্তের আপডেট আদালতে জমা করতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতিরা জানিয়েছেন, এই কমিটির সদস্যরা কোনও প্রমাণ ফের পর্যালোচনা করার মতো নির্দেশ দিতে পারে সিবিআই-কে।