পেটে লাথি মেরে সন্তান নষ্ট করেছিল স্বামী! পালিয়ে যাওয়ায় চুল কামিয়ে, নগ্ন করা হল স্ত্রী’কে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
অন্তঃসত্ত্বা অবস্থায় পেটে লাথি মেরে দু’বার সন্তান নষ্ট করে দেয় গুণধর সেই স্বামী । হাসপাতাল থেকে ফিরে আসার পর আরও বেড়ে গিয়েছিল মারধর ।
advertisement
1/9

• কোনও ভাবেই যেন বদলাচ্ছে না ছবিটা । একের পর এক ধর্ষণ, নির্যাতনের ঘটনায় ভরে উঠছে সংবাদপত্রের পাতা । প্রতিবাদে গর্জে উঠছে দেশ । ধিক্কার উঠছে মানুষের কণ্ঠে । তবু মানুষরূপী কতগুলো দানব তাদের ‘কর্মকাণ্ড’ চালিয়ে যাচ্ছে বহাল তবিয়তে । প্রতীকী চিত্র ।
advertisement
2/9
• এ বার অভিযোগ স্বামী আর শ্বশুরবাড়ির বিরুদ্ধে । অবশ্য এই জঘন্য, ঘৃণ্য কৃতকর্মে জড়িয়েছিল গ্রামবাসীরাও । সবচেয়ে লজ্জাজনক বিষয় হল, এই কর্মকাণ্ডে জড়িত বেশিরভাগই ছিল মহিলা ।
advertisement
3/9
• ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশে । জানা গিয়েছে, নির্যাতিতা ওই মহিলার বয়স কুড়ির কাছাকাছি । দীর্ঘ দিন ধরেই স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন অকথ্য নির্যাতন চালাত তাঁর উপর । রোজই চলত মারধর । প্রতীকী চিত্র ।
advertisement
4/9
• শাশুড়ির মদতে স্বামী মারত তাঁকে । এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায় পেটে লাথি মেরে দু’বার সন্তান নষ্ট করে দেয় গুণধর সেই স্বামী । হাসপাতাল থেকে ফিরে আসার পর আরও বেড়ে গিয়েছিল মারধর । প্রতীকী চিত্র ।
advertisement
5/9
• এরপরেই গ্রামের পরিচিত এক যুবকের সঙ্গে অসমের তিনসুকিয়ায় পালিয়ে যান ওই মহিলা । তবে প্রতিবেশী ওই যুবকের সঙ্গে প্রণয়ঘটিত কোনও সম্পর্ক তাঁর ছিল না বলে জানিয়েছেন নির্যাতিতা । প্রতীকী চিত্র ।
advertisement
6/9
• অত্যাচার সহ্য করতে না পেরেই ওই যুবকের সাহায্যে তিনি ঘর ছাড়া হন বলে ওই মহিলা জানান পুলিশকে । কিন্তু তাঁরা পালিয়ে যাওয়ার পরই একাধিক ফোন আসতে থাকে বাড়ি থেকে । তাঁদের বলা হয়, ফিরে এলে সব ঠিকঠাক হয়ে যাবে । তাঁদের সব কথা মেনেও নেওয়া হবে । প্রতীকী চিত্র ।
advertisement
7/9
• পরিবারের ভরসায় দিন কয়েক বাদে তাঁরা গ্রামে ফিরে আসে । এরপরেই শুরু হয় অকথ্য নির্যাতন । সালিশি সভায় সকলের সামনে গ্রামের মহিলারা এসে তাঁর কাপড় খুলে নগ্ন করে দেয় । স্নান করিয়ে মাথার চুল কামিয়ে মারধর শুরু করে । প্রতীকী চিত্র ।
advertisement
8/9
• গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে গ্রামবাসীরা । সারারাত নগ্ন অবস্থায় নির্যাতিতাকে ফেলে রাখা হয় স্থানীয় স্কুলে । কোনওরকমে এরপর নিজের বাড়িতে ফোন করেন ওই মহিলা । প্রতীকী চিত্র ।
advertisement
9/9
• গোটা ঘটনা জানাজানি হতেই নির্যাতিতার দাদু’কে ৪০ হাজার টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলে সালিশি সভা । কিন্তু তিনি পুলিশে খবর দেন । পুলিশ এসে গোটা ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৩৮ জন’কে গ্রেফতার করে পুলিশ । এর মধ্যে রয়েছে ন’জন মহিলা । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । প্রতীকী চিত্র ।