TRENDING:

একটাও 'পথকুকুর' নেই কোন 'দেশে' জানেন...? কী ভাবে পথকুকুর শূন্য হল এই দেশ? চমকে দেবে উত্তর, শিওর!

Last Updated:
Stray Dogs: কিছুদিন আগে, পথকুকুরের কারণে একটি বড় দুর্ঘটনা ঘটে রাজধানীতে। এতে ওয়াঘ বাকরি টি গ্রুপের মালিক পরাগ দেশাইয়ের মৃত্যু হয়। এই ঘটনার পরেই পথ কুকুরের সমস্যা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট দিয়েছে চাঞ্চল্যকর নির্দেশ। কুকুর প্রেমীদের অনেকেই এর তীব্র বিরোধিতা করেছেন। কিন্তু জানেন কি বিশ্বে এমন একটি দেশ রয়েছে যেখানে একটিও পথকুকুর নেই? কী ভাবে গায়েব হল তারা? কী এমন ঘটল সেই দেশে?
advertisement
1/15
একটাও 'পথকুকুর' নেই কোন 'দেশে' জানেন...? কী ভাবে পথকুকুর শূন্য হল এই দেশ? চমকে দেবে উত্তর!
পথ কুকুরদের কামড়ানোর ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে রাজধানী দিল্লিতে। পথকুকুরের কামড়ের আতঙ্কের জেরেই এবার বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অবিলম্বে দিল্লি ও সংলগ্ন এলাকার সব পথকুকুরকে লোকালয় থেকে সরানোর নির্দেশ দিয়েছে আদালত।
advertisement
2/15
আদালতের সাম্প্রতিকতম এই নির্দেশ গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছে। আদালতের নির্দেশিকায় এমনও বলা হয়েছে যে কোনও পশুপ্রেমী, সংস্থা এই নির্দেশের বিরোধিতা করলে কড়া ব্যবস্থা নেবে শীর্ষ আদালত।
advertisement
3/15
কেন্দ্র ছাড়া এই মামলায় অন্য কারও আবেদন শুনবে না বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে পথকুকুর নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। সুপ্রিম কোর্টের চাঞ্চল্যকর এই রায়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতেও!
advertisement
4/15
প্রসঙ্গত, কিছুদিন আগে, পথকুকুরের কারণে একটি বড় দুর্ঘটনা ঘটে রাজধানীতে। এতে ওয়াঘ বাকরি টি গ্রুপের মালিক পরাগ দেশাইয়ের মৃত্যু হয়। এই ঘটনা পথ কুকুরের সমস্যা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। কুকুর প্রেমীদের অনেকেই এর তীব্র বিরোধিতা করেছেন।
advertisement
5/15
কিন্তু জানলে অবাক হয়ে যাবেন নেদারল্যান্ডস হল এমন একটি দেশ যা পথকুকুর শূন্য। অথচ এই দেশেই একসময় পথ কুকুর একটি বড় সমস্যা ছিল। কিন্তু, আজ এটি এই সমস্যাটিকে মূল থেকে নির্মূল করেছে। কী ভাবে? শুনলে চমকে যাবেন!
advertisement
6/15
নেদারল্যান্ডস হল বিশ্বের প্রথম দেশ যেখানে একটিও পথ কুকুর নেই। আসুন জেনে নেওয়া যাক কীভাবে এই দেশটি পথ কুকুরের সমস্যা থেকে মুক্তি পেয়েছে।
advertisement
7/15
আপনি যদি কখনও নেদারল্যান্ডসে গিয়ে থাকেন, তাহলে আপনি হামেশাই দেখতে পাবেন সেখানকার মানুষ তাঁদের পোষা প্রাণীদের কতটা ভালোবাসেন। পার্কে কুকুর হাঁটানো এবং সাইকেলের ঝুড়িতে করে কুকুরছানাদের বহন করার দৃশ্য সর্বত্রই দেখা যায় এখানে।
advertisement
8/15
বেশিরভাগ ক্যাফে এবং রেস্তোরাঁয় পোষা প্রাণীদেরও স্বাগত জানানো হয় এই দেশে। এমনকি শহর ঘুরে দেখার জন্য গণপরিবহনেও ভ্রমণ করতে পারে পোষ্যরা।
advertisement
9/15
নেদারল্যান্ডস এখন গর্বের সঙ্গে দাবি করে যে তারা বিশ্বের প্রথম দেশ যেখানে কোনও বেওয়ারিশ কুকুরই নেই। বস্তুত অনেকেরই অজানা এই তথ্যই কিন্তু প্রমাণ করে কেবল ভারত নয়, বিশ্বের অনেক দেশই রয়েছে যেখানে বেওয়ারিশ কুকুরের সমস্যা রয়েছে।
advertisement
10/15
নেদারল্যান্ডস ১৮৬৪ সালে তার প্রথম প্রাণী সুরক্ষা সংস্থা প্রতিষ্ঠা করে। এটি এই দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল।
advertisement
11/15
সেই সময় থেকে, নেদারল্যান্ডসের সামাজিক ইস্যুগুলির মধ্যে পশু অধিকার একটি বিশেষ স্থান দখল করে নেয়। প্রাণীদের উপর নির্যাতনকে খুব গুরুত্ব সহকারে নেওয়া শুরু হয় এই দেশে। এক্ষেত্রে কঠোর শাস্তির বিধান দেওয়া হয়।
advertisement
12/15
বেওয়ারিশ কুকুর বা পথকুকুরের সমস্যা কীভাবে সমাধান হয়েছিল?নেদারল্যান্ডস সরকার এর জন্য বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছিল। অনেক শহর কেনা কুকুরের উপর উচ্চ কর আরোপ করে। এটি মানুষকে আশ্রয়কেন্দ্র থেকে পোষা প্রাণী দত্তক নিতে উৎসাহিত করেছে আর তাতেই আশ্রয়কেন্দ্র বা শেল্টারগুলির বেওয়ারিশ কুকুর রাখার জন্য জায়গা বেড়েছে।
advertisement
13/15
শুধু তাই নয়, সরকার স্পে, নিউটার এবং টিকাকরণ-সহ গুরুত্বপূর্ণ পশুচিকিৎসা পরিষেবা প্রদানের জন্য CNVR (সংগ্রহ, নিউটার, ভ্যাক্সিনেট এবং রিটার্ন) নামে একটি দেশব্যাপী উদ্যোগ চালু করে।
advertisement
14/15
নেদারল্যান্ড সরকার আরও এক ধাপ এগিয়ে একটি বিশেষ পুলিশ বাহিনী তৈরি করেছে, যা সম্পূর্ণ ভাবে পশুদের সমস্যাগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। পশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনাগুলিতে পদক্ষেপ করতে এবং পশু উদ্ধার অভিযানে সহায়তা করার দায়িত্ব দেওয়া হয় তাঁদের।
advertisement
15/15
"দ্য পার্টি ফর দ্য অ্যানিমেলস" নামে একটি রাজনৈতিক সংগঠনও রয়েছে সেই দেশে যার মূল লক্ষ্য হল পশু অধিকার এবং কল্যাণের পক্ষে কথা বলা।
বাংলা খবর/ছবি/দেশ/
একটাও 'পথকুকুর' নেই কোন 'দেশে' জানেন...? কী ভাবে পথকুকুর শূন্য হল এই দেশ? চমকে দেবে উত্তর, শিওর!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল