TRENDING:

‘আমাদের অসমকে বাঁচান’,আর্জি জানিয়ে বানভাসী মানুষের জন্য বেতনের অর্ধেকটাই দিয়ে দিলেন হিমা দাস

Last Updated:
advertisement
1/6
বানভাসী মানুষের জন্য বেতনের অর্ধেকটাই দিয়ে দিলেন হিমা দাস
♦ পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠছে ৷ চারদিক জল থৈ থৈ ৷ যেদিকে দু’চোখ যাচ্ছে শুধু জল আর জল ৷ বন্যায় বিপর্যস্ত অসম ৷ পরিস্থিতির আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ৷
advertisement
2/6
♦ সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্য়ার মুখে পশ্চিমবঙ্গের এই প্রতিবেশী রাজ্য়। সে রাজ্য়েরই বাসিন্দা ভারতের স্টার অ্যাথলিট হিমা দাস। অসমের পাশে দাঁড়ানোর জন্য় তিনি ট্যুইট করে বড় কর্পোরেট সংস্থাগুলিকে পাশে দাঁড়ানোর জন্য় আবেদন করলেন তিনি। কেন্দ্র ইতিমধ্য়েই অসমের জন্য় ২৫১.৫৫ কোটি টাকার সাহায্য বরাদ্দ করেছে।
advertisement
3/6
♦ হিমা ট্যুইটারে লিখলেন, “আমাদের রাজ্য় আসামে ভয়ঙ্কর বন্য়ার কবলে।রাজ্যের ৩৩ টি জেলার মধ্যে ৩০টি জেলাই আক্রান্ত। আমি বড় কর্পোরেটের পাশাপাশি ব্য়ক্তিবিশেষেও সাহায্য় করার জন্য় আবেদন করছি। দয়া করে এই অবস্থায় আমাদের পাশে এসে দাঁড়ান।”
advertisement
4/6
♦ হিমা শুধু ট্যুইট করেই সাহায্য় চাননি। তিনি ব্য়ক্তিগত ভাবেও আসামের পাশে দাঁড়িয়েছেন। হিমা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরি করেন। জানা গিয়েছে তিনি তাঁর বেতনের অর্ধেকটাই মুখ্য়মন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন।
advertisement
5/6
♦ এই মুহূর্তে অসমের বন্য়ায় ৪৬ লক্ষ ২৮ হাজার মানুষ আক্রান্ত। মৃতের সংখ্যা ১৫ ছাড়িয়েছে। আসামের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে জানানো হয়েছে যে, ৪,১৭৫টি গ্রাম বন্য়ায় ভেসে গিয়েছে। ৯০,০০০ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্থ। ১০ লক্ষ পশুও ক্ষতিগ্রস্থ হয়েছে। কাজিরাঙা জাতীয় উদ্য়ানের ৯০ শতাংশ জমি জলের তলায়।
advertisement
6/6
♦ গতবছর অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে (আইএএএফ) ইতিহাস লিখেছিলেন হিমা। ফিনল্যান্ডের মাটি থেকে ট্র্যাক ইভেন্টে দেশের জন্য সোনা ছিনিয়ে আনলেন তিনি। ৫১.৪৬ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন হিমা। দেশের প্রথম মহিলা হিসেবে এই টুর্নামেন্টে সোনা জয়ের নজির গড়লেন তিনি।
বাংলা খবর/ছবি/দেশ/
‘আমাদের অসমকে বাঁচান’,আর্জি জানিয়ে বানভাসী মানুষের জন্য বেতনের অর্ধেকটাই দিয়ে দিলেন হিমা দাস
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল