Sonam Raghuvanshi Latest News: "বাবাকে বাঁচাতেই ভাইকে এত নৃশংস খু*ন...", রাজার মৃত্যুর ১৩ দিনের মাথায় সবচেয়ে বড় সত্যি ফাঁস! এবারে বিপদে সোনমের গোটা পরিবার?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Sonam Raghuvanshi Latest News: রাজা রঘুবংশীর মৃত্যুর পর তাঁর ভাই সচিন রঘুবংশী সম্প্রতি বিস্ফোরক বিবৃতি দিয়েছেন, যা গোটা দেশে ফের নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। রাজার ভাই বলেন, বাবার জীবন বাঁচাতে সোনম তাঁর স্বামীকে বলি দিয়েছেন।
advertisement
1/5

*রাজা রঘুবংশীর মৃত্যুর পর তাঁর ভাই সচিন রঘুবংশী সম্প্রতি বিস্ফোরক বিবৃতি দিয়েছেন, যা গোটা দেশে ফের নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। রাজার ভাই বলেন, বাবার জীবন বাঁচাতে সোনম তাঁর স্বামীকে বলি দিয়েছেন। সোনমের বাবা হার্ট অ্যাটাকের শিকার হন। অভিযোগ, নিজের বাবার প্রাণ ফেরত পেতে কালো জাদুর মাধ্যমে স্বামীকে ত্যাগ করে সোনম। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*উজ্জয়িনীতে একটি পুজো করে পরিবার। এই ঘটনার পেছনের কাহিনী খুবই রহস্যময় ও ভয়ঙ্কর। বাড়িতে একটি উল্টানো ছবি টাঙানো হয়েছিল এবং উজ্জয়িনীতে তন্ত্র পুজো করা হয়। রাজাকে বলি দেওয়া হলে যদি সুস্থ হয়ে যায় বাবা, এরকমই নাকি ছিল প্ল্যান। ৬০ বছর বয়সী বাবার জীবন বাঁচানোই ছিল সোনমের প্রাথমিক লক্ষ্য। জানা গিয়েছে, সোনমের বাবার দু'বার হার্ট অ্যাটাক হয়েছিল, যার জন্য তার অবস্থা বেশ সঙ্কটজনক। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*সোনমের এই কাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা পরিবারকে। গোটা পরিবারের মানসিক অবস্থা জানার জন্য সোনমের মা, বাবা ও ভাই গোবিন্দের নার্কো টেস্টের দাবিও উঠেছে। সোনমের বিয়ের যে ভিডিওটি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, মঙ্গলসূত্র পরা সোনম একেবারেই অখুশি, যা এই ঘটনার প্রেক্ষাপটে একটি বড় লক্ষণ বলে মনে করা হচ্ছে। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*রাজার ভাই সচিন আরও জানিয়েছেন, মঙ্গলসূত্র খুলে সোনম স্বামীকে খুনের পরিকল্পনা করে। সোনম খুব দুষ্ট এবং চালাক। ইনদওরে বসে যে তিনি এত বড় প্ল্যান করেছেন, তা কেউ বুঝতেই পারেনি। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*রাজা রঘুবংশীর ভাই বলেন, সোনম তার বাবার জীবন বাঁচাতে তার স্বামীকে বলি দিয়েছে। তবে বর্তমানে ঘটনার তদন্ত চলছে, শীঘ্রই সত্য প্রকাশিত হবে। প্রসঙ্গত, আজ রাজা রঘুবংশীর মৃত্যুর ত্রয়োদশ দিন। সেই উপলক্ষে সোনমের ভাইও এদিন রাজার বাড়িতে পৌঁছন। গোবিন্দও নার্কো টেস্টের দাবি জানিয়েছে রাজার পরিবার। সংগৃহীত ছবি।