TRENDING:

Sikkim Snowfall: চারিদিকে পেঁজা তুলোর মতো বরফ আর বরফ! খেলায় মাতলেন পর্যটকরা, দেখুন ছবি

Last Updated:
Sikkim Snowfall: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নভেম্বর মাসের শুরুতেই বরফের দেখা মিলল পূর্ব সিকিমে।বিপর্যয়ের মধ্যেও পর্যটন ব্যবসায় কিছুটা হলেও স্বস্তির খবর । বরফ নিয়ে খেলতে দেখা গেল পর্যটকদের।
advertisement
1/6
চারিদিকে পেঁজা তুলোর মতো বরফ আর বরফ! খেলায় মাতলেন পর্যটকরা, দেখুন ছবি
সিকিম : এখন সারা বছর সিকিমে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। তবে লোনাক লেক বিপর্যয়ে খানিকটা হলেও পর্যটন ভাটা পড়েছে এবার। মূলত ডিসেম্বর-ফেব্রুয়ারি মাসে সিকিমে গেলে বরফের দেখা পাওয়া যায়। (ছবি: সংগৃহীত)
advertisement
2/6
তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নভেম্বর মাসের শুরুতেই বরফের দেখা মিলল পূর্ব সিকিমে।বিপর্যয়ের মধ্যেও পর্যটন ব্যবসায় কিছুটা হলেও স্বস্তির খবর । বরফ নিয়ে খেলতে দেখা গেল পর্যটকদের। (ছবি: সংগৃহীত)
advertisement
3/6
ফের একবার তাই বরফের ছোঁয়া পেতে সিকিমমুখী পর্যটকরা।লাচুং-সহ উত্তর সিকিমের একটা বড় অংশ বন্ধ থাকলেও পশ্চিম এবং দক্ষিণ সিকিম সম্পূর্ণরূপে খোলা রয়েছে পর্যটকদের জন্য। যা আবারও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে আশার আলো জাগিয়েছে ৷ (ছবি: সংগৃহীত)
advertisement
4/6
সূত্রের খবর, সিকিমের সঙ্গমো লেকের কাছে তুষারপাত হয়েছে। ইতিমধ্যেই নাথুলা পাস, বাবা মন্দির ও লাচেনের একাংশ ধরে ফের একবার পর্যটকদের জন্য পারমিট ইস্যু করার অনুমোদন দিয়েছে সিকিম প্রশাসন । (ছবি: সংগৃহীত)
advertisement
5/6
মরশুমের শুরুতেই তুষারপাত হওয়ায় খুশি পর্যটনমহল। ঘুর পথে হলেও সিকিমে এখন যেতে বাধা নেই । যদিও এখনও সম্পূর্ণরূপে চালু হয়নি ১০ নম্বর জাতীয় সড়ক। সেখানে সড়ক নির্মাণের কাজ করছে পূর্ত দফতর। ইতিমধ্যেই সিকিমে যান চলাচল শুরু হয়েছে ৷ (ছবি: সংগৃহীত)
advertisement
6/6
আর সেই ঘুর পথে এবার সিকিমমুখী হতে শুরু করেছে পর্যটকরা। পুজোর সময় থেকেই অল্প হলেও পর্যটকরা সিকিমমুখী হচ্ছেন ফলে খুশি পর্যটন মহল । (ছবি: সংগৃহীত)
বাংলা খবর/ছবি/দেশ/
Sikkim Snowfall: চারিদিকে পেঁজা তুলোর মতো বরফ আর বরফ! খেলায় মাতলেন পর্যটকরা, দেখুন ছবি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল