TRENDING:

Summer: ধেয়ে আসছে তাপপ্রবাহ! তীব্র গরমে আমূল পাল্টে যাবে ভারতের এই পাঁচ অঞ্চলের আবহাওয়া

Last Updated:
Heat Wave: আইএমডি-এর পক্ষ থেকে বলা হয়েছে যথেষ্ট পরিমাণ পশ্চিমী ঝঞ্ঝা ও সাগরের উপর কোনও ঘূর্ণাবর্ত তৈরি না হওয়ার ফলেই এই তাপপ্রবাহের মতো সমস্যা দেখা দিচ্ছে।
advertisement
1/6
ধেয়ে আসছে তাপপ্রবাহ! আমূল পাল্টে যাবে ভারতের এই পাঁচ অঞ্চলের আবহাওয়া
ভারতের কেন্দ্রীয় মৌসম ভবন বা আইএমডি জানিয়েছে, আগামী পাঁচ দিনে একেবারে আমূল পাল্টে যেতে পারে ভারতের কয়েকটি অংশের আবহাওয়া। কারণ, ধেয়ে আসছে তীব্র তাপপ্রবাহ। গ্রীষ্মের প্রবল দাবদাহ থেকে মুক্তির কোনও আশাই আর নেই। এমনই জানিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে।
advertisement
2/6
India Meteorological Centre-এর পক্ষ থেকে রবিবার যে ব্যুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে প্রাথমিক ভাবে উল্লেখ করা হয়েছে, গুজরাত ও মহারাষ্ট্রের কথা, যেখানে কয়েকদিন আগে থেকেই তীব্র দাবদাহ চলছিল। তবে সেই তালিকায় যুক্ত হয়েছে আরও কয়েকটি রাজ্য।
advertisement
3/6
আইএমডি-এর পক্ষ থেকে বলা হয়েছে যথেষ্ট পরিমাণ পশ্চিমী ঝঞ্ঝা ও সাগরের উপর কোনও ঘূর্ণাবর্ত তৈরি না হওয়ার ফলেই এই তাপপ্রবাহের মতো সমস্যা দেখা দিচ্ছে।
advertisement
4/6
India Meteorological Centre জানিয়েছে, মহারাষ্ট্র ও গুজরাতের পাশাপাশি মধ্য ভারত ও উত্তরভারতেও এই তাপপ্রবাহের প্রকোপ পড়তে চলেছে। পঞ্জাব, দক্ষিণ হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড উত্তর মধ্যপ্রদেশ ও মধ্য মহারাষ্ট্র এই তীব্র তাপপ্রবাহের প্রকোপে পড়তে চলেছে।
advertisement
5/6
শেষ ২৪ ঘণ্টায় বিদর্ভ, মারাঠাওয়াড়া, পশ্চিম রাজস্থান, গুজরাতের কয়েকটি অংশ, পশ্চিম মধ্যপ্রদেশে তাপমাত্রার পার ৪০ ডিগ্রি সেন্টিগ্রেট ছাড়িয়ে গিয়েছে। দেশের অন্য অংশেও স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি বেশি রয়েছে।
advertisement
6/6
India Meteorological Centre ট্যুইটে জানিয়েছে, বিচ্ছিন ভাবে পশ্চিম হরিয়ানা ও হিমালয়ের অংশ, গুজরাতে আগামী তিনদিন তাপপ্রভাবের সম্ভাবনা তৈরি হয়েছে। এ ছাড়া পশ্চিম মধ্যপ্রদেশ, রাজস্থানে আগামী ৪-৫ দিন এটি চলবে। এ ছাড়াও পঞ্জাব, দক্ষিণ হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, উত্তর মধ্য মহারাষ্ট্র ও মারাঠওয়াড়াতে ২৯-৩১ মার্চ এই তাপপ্রবাহ চলবে।
বাংলা খবর/ছবি/দেশ/
Summer: ধেয়ে আসছে তাপপ্রবাহ! তীব্র গরমে আমূল পাল্টে যাবে ভারতের এই পাঁচ অঞ্চলের আবহাওয়া
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল