Sheikh Hasina News: আগুনে জ্বলছে বাংলাদেশ, হাসিনাকে কি এখনই বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত? সংসদে জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sheikh Hasina News: বাংলাদেশ ফের উত্তাল হওয়ার পিছনে হাসিনার উস্কানিমূলক অডিও ভাষণকেই দায়ী করেছে ইউনূস সরকার।
advertisement
1/7

নয়াদিল্লি: বুধবারই রাজধানী ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবুরের রহমানের বাড়ি তছনছ করেছে দুষ্কৃতীরা৷ আগুন ধরিয়ে ভাঙচুর করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর নামাঙ্কিত মিউজিয়াম৷ বর্তমানে ৩২ ধানমন্ডি পুরো ধ্বংসস্তুপ। সেই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
advertisement
2/7
নিজের অনুগামীদের দেওয়া অডিও বার্তায় বঙ্গবন্ধুর কন্যা বলেছেন, ‘এর পরেও আমি যখন বেঁচে আছি তার মানে আমার কোনও বড় কাজ বাকি আছে৷ একই সঙ্গে কান্নাভেজা গলায় দৃঢ়তার সঙ্গে হাসিনা মনে করিয়ে দিয়েছেন, ইতিহাস কিন্তু বদলা নেয়! হাসিনার দাবি, উন্মত্ত জনতা শেখ মুজিবুরের বাড়ি ভাঙচুর করতে পারে, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না৷’
advertisement
3/7
কিন্তু বাংলাদেশ ফের উত্তাল হওয়ার পিছনে হাসিনার উস্কানিমূলক অডিও ভাষণকেই দায়ী করেছে ইউনূস সরকার। এ নিয়ে ভারত সরকারকে চিঠিও দিয়েছে বাংলাদেশ। ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে।
advertisement
4/7
এই পরিস্থিতিতে শেখ হাসিনা প্রসঙ্গ এবার উঠল ভারতের সংসদেও। বৃহস্পতিবার রাজ্যসভায় কেরলের সিপিএম সাংসদ জন ব্রিট্টাস কেন্দ্রীয় সরকারের থেকে জানতে চান, বাংলাদেশ কি তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে? কোন কোন কারণ দেখিয়ে হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা? শেখ হাসিনাকে কি বাংলাদেশের কাছে তুলে দেবে ভারত?
advertisement
5/7
সিপিএম সাংসদের এই তিন প্রশ্নেরই জবাব দিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, বাংলাদেশ হাসিনাকে তাদের দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। ২০২৪ সালের ৫ অগাস্ট হাসিনা ভারতে আসার আগে বাংলাদেশে যা সব অপরাধ সংঘটিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে হাসিনার প্রত্যর্পণ দাবি করা হয়েছে ঢাকার তরফে। তবে কেন্দ্রীয় মন্ত্রী সাফ জানিয়েছেন, বাংলাদেশ সরকারকে এ বিষয়ে কোনও জবাব এখনও দেওয়া হয়নি।
advertisement
6/7
উল্লেখ্য, শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত ডিসেম্বরে নয়াদিল্লিকে ‘কূটনৈতিক চিঠি’ পাঠিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। একাধিক অপরাধে হাসিনা অভিযুক্ত বলে দাবি করেছিল তারা। ওই চিঠির প্রাপ্তিস্বীকার করেছিল ভারত সরকার।
advertisement
7/7
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তাঁরা পেয়েছেন। কিন্তু এ বিষয়ে কোনও মন্তব্য এখনই করা যাবে না। এবার শেখ হাসিনাকে নিয়ে সংসদে উত্তরও দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামি লিগ সরকারের বিরুদ্ধে আরোপ ছিল তাঁরা রাষ্ট্রবাদ, সমাজবাদ, ধর্ম নিরপেক্ষতা এই শব্দগুলিকে নিজেদের স্বার্থে ব্যবহার করত৷ আর এই কারণেই তারা ইসলামিক জামাতের সঙ্গে নিজেদের ক্ষমতায় থাকাকালীন খারাপ ব্যবহার করেছে এরকম অভিযোগ রয়েছে৷ আওয়ামি লিগ সরকারের প্রতি তারা নারাজ রয়েছে৷