TRENDING:

ছেঁড়া কাপড় পরে SDM অফিসে এলেন বৃদ্ধ দম্পতি! অফিসারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল, তার পরই এক ফোন কল! সব বদলে গেল

Last Updated:
Old Couple: দেশের নানা প্রান্তে বহু প্রবীণ রয়েছেন, যাঁরা নিজেদের সন্তানদের কাছেই অবহেলিত। কখনও বৃদ্ধাশ্রম, কখনও এক দরজা থেকে আরেক দরজায় ঘুরে বেড়ানোই যেন তাঁদের ভবিতব্য হয়ে যায়। কিন্তু সিরমৌরের আর.কে. সিনহার মতো প্রশাসকদের উদ্যোগই একমাত্র আশার আলো হয়ে উঠতে পারে।
advertisement
1/7
ছেঁড়া কাপড় পরে SDM অফিসে এলেন বৃদ্ধ দম্পতি! অফিসারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল, তার পরই...‘
রেওয়া জেলার সিরমৌর বিধানসভা এলাকা থেকে উঠে এসেছে এক হৃদয়বিদারক ঘটনা। সমাজে প্রবীণদের অবহেলা ক্রমশ বাড়ছে, কিন্তু সিরমৌরের এসডিএম (SDM) আর.কে. সিনহা যা করলেন, তা শুধুমাত্র প্রশাসনিক দায়িত্বই নয়, মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠল। (Representational Image) 
advertisement
2/7
দুই বছর ধরে অবহেলা, ছেলেদের দ্বারস্থ হয়েছিলেন বৃদ্ধ দম্পতি! শ্রীনিবাস দ্বিবেদী ও তাঁর স্ত্রী এমন এক বয়সে পৌঁছেছেন, যেখানে তাঁদের ছেলেদের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যবশত, তাঁদের দুই ছেলে—বিনোদ ও বিজয়—তাঁদের একা ছেড়ে দেয়। (Representational Image) 
advertisement
3/7
দুই বছর ধরে তাঁরা খরচের জন্য হাহাকার করেছেন। ২০২৩ সালের অক্টোবর মাসে তাঁরা এসডিএম দফতরে ন্যায়বিচারের আবেদন জানান। আগেও আদেশ জারি হয়েছিল, কিন্তু ছেলেরা তা উপেক্ষা করেছিল। (Representational Image) 
advertisement
4/7
সম্প্রতি ফের অভিযোগ আসায় এসডিএম উভয় পক্ষকে ডেকে পাঠান। বৃদ্ধ বাবাকে ছেঁড়া ধুতি ও মাকে জরাজীর্ণ শাড়িতে দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পুলিশকে চিঠি লেখেন এবং ছেলেদের কোর্টে হাজিরার নির্দেশ দেন। (Representational Image) 
advertisement
5/7
তিনি স্পষ্ট জানিয়ে দেন—যদি বাবা-মার খরচ না দেওয়া হয়, তবে তাঁদের জেলে পাঠানো হবে। এই হুমকির প্রভাবেই দুই ছেলে সঙ্গে সঙ্গে প্রত্যেকে ২৮,০০০ টাকা করে চেক দিয়ে দেয় এবং বাকি টাকা ৩১শে মার্চের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়। (Representational Image) 
advertisement
6/7
ন্যায়ের আলো যখন এই বৃদ্ধ দম্পতির জীবনে পৌঁছল, তখন বাবার চোখে জল চলে আসে। তিনি হাতজোড় করে এসডিএমকে ধন্যবাদ জানান। এই সময় এসডিএম শ্রীনিবাসকে একজোড়া নতুন ধুতি-কুর্তা ও নারকেল উপহার দেন, আর তাঁর স্ত্রীকে একখানা শাড়ি দিয়ে সম্মানিত করেন। এই মুহূর্তেই এক সরকারি আধিকারিক শুধু প্রশাসক নন, এক প্রকৃত সহমর্মী রূপে উঠে এলেন। (Representational Image) 
advertisement
7/7
দেশের নানা প্রান্তে বহু প্রবীণ রয়েছেন, যাঁরা নিজেদের সন্তানদের কাছেই অবহেলিত। কখনও বৃদ্ধাশ্রম, কখনও এক দরজা থেকে আরেক দরজায় ঘুরে বেড়ানোই যেন তাঁদের ভবিতব্য হয়ে যায়। কিন্তু সিরমৌরের আর.কে. সিনহার মতো প্রশাসকদের উদ্যোগই একমাত্র আশার আলো হয়ে উঠতে পারে। এই ঘটনা তাঁদের জন্যও এক সতর্কবার্তা, যারা প্রবীণ বাবা-মাকে বোঝা মনে করার ভুল করে। (Representational Image) 
বাংলা খবর/ছবি/দেশ/
ছেঁড়া কাপড় পরে SDM অফিসে এলেন বৃদ্ধ দম্পতি! অফিসারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল, তার পরই এক ফোন কল! সব বদলে গেল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল