School Holiday List: দীপাবলিতে 'এতগুলো' ছুটি...? কবে কবে বন্ধ স্কুল? দেখে নিন তারিখ-সহ সম্পূর্ণ তালিকা! ঝটপট চেক করুন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
School Holiday List: দীপাবলি উপলক্ষে টানা বেশ কয়েকদিন ছুটি পেতে চলেছে। এখানে ২০২৪ -এর দীপাবলি উৎসবের ছুটির তালিকা দেখে নিতে পারেন আগে ভাগেই।
advertisement
1/15

দুর্গাপুজোর পরেই লক্ষ্মীপুজো, আর তারপরেই খুলে গিয়েছে স্কুল। আবার সেই পড়া, পড়া আর পড়া। আর ভ্যাকেশনে প্ল্যান করারও কোনও চান্স নেই। তাই কিছুটা মুছড়ে পড়েছিলেন পড়ুয়া থেকে অভিভাবক সবাই। কিন্তু আবারও আসতে চলেছে ছুটির মরশুম।
advertisement
2/15
advertisement
3/15
প্রতিবারের মতো এবারও ছাত্রছাত্রীরা দীপাবলি উপলক্ষে টানা বেশ কয়েকদিন ছুটি পেতে চলেছে। এখানে ২০২৪ -এর দীপাবলি উৎসবের ছুটির তালিকা দেখে নিতে পারেন আগে ভাগেই। অর্থাৎ ২০২৪ সালের অক্টোবরে দীপাবলিতে ঠিক কবে কবে স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি।
advertisement
4/15
দীপাবলি আলোর উৎসব। আর এই উৎসবের মধ্যে বাংলা ও বাঙালির শ্যামাপুজোর আরাধনা। প্রতি বছর এই সময়েই শীত শুরুর আগে হয় এই উৎসব। তাই বড়দিনের আগের বড় ছুটিও এটি। তবে এই ছুটির পরেই কিন্তু আবার বেশ কিছুদিন লম্বা সেশন। অর্থাৎ ছুটি ছাড়াই কাটাতে হবে শিক্ষার্থীদের।
advertisement
5/15
দেশ জুড়ে এবার দীপাবলিতে ৪ থেকে ৫ দিনের ছুটি পেতে চলেছে পড়ুয়ারা। অক্টোবর মাস থেকে এই সিরিজ শুরু হবে এবং দ্বিগুণ মজা, কারণ নভেম্বর মাসও ছুটি দিয়েই শুরু হবে।
advertisement
6/15
এই প্রতিবেদনে আমরা আপনাকে সেই ছুটি এবং দিনগুলি সম্পর্কে তারিখ-সহ বিস্তারিত বলতে যাচ্ছি যেগুলিতে দীপাবলির মরশুমে স্কুল-কলেজ-ব্যাঙ্ক ও সরকারি অফিসগুলি ছুটি থাকতে চলেছে। এবার বিভিন্ন শহর ও রাজ্যে দীপাবলিতে ৪ থেকে ৬ দিনের ছুটি থাকতে পারে। জানুন কখন থেকে দীপাবলির ছুটি (দিওয়ালি হলিডে ২০২৪) শুরু হতে পারে আপনার রাজ্যে?
advertisement
7/15
ধনতেরাস ছুটি: ধনতেরাস কবে?২০২৪ সালে, ধনতেরাস উৎসব ২৯ অক্টোবর পালিত হবে। এই উপলক্ষে, উত্তরপ্রদেশ-দিল্লি-সহ অনেক রাজ্যে দীপাবলির ছুটি শুরু হতে চলেছে। এ দিন থেকে শিক্ষার্থীদের স্কুল ছুটিও শুরু হবে। যদিও আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে সব স্কুলেএই ছুটি দেওয়া হয় না। তবে সরকারি স্কুল এই দিন ছুটি থাকছে।
advertisement
8/15
ছোট দীপাবলির ছুটি কবে?এবার ৩০ অক্টোবর নরক চতুর্দশী বা ছোট দীপাবলি উদযাপিত হবে এবং এই উপলক্ষেও সারা দেশের সমস্ত সরকারি স্কুলে ছুটি থাকবে। অনেক জায়গায় এই দীপাবলির ছুটির দ্বিতীয় দিন হতে চলেছে।
advertisement
9/15
দীপাবলির ছুটি বা কালীপুজোর ছুটি কবে?এবার দীপাবলি উৎসবের তারিখ নিয়ে বিভ্রান্তি ছিল ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর, তবে পঞ্চাঙ্গ সম্পর্কে জ্ঞানী বেশিরভাগ পণ্ডিতদের বিশ্বাস যে এবার দীপাবলি ৩১ অক্টোবর পালিত হবে। অর্থাৎ দীপাবলি বা কালীপুজো বা শ্যামাপূজা উপলক্ষে স্কুল ছুটি থাকবে শুধুমাত্র ৩১ অক্টোবর।
advertisement
10/15
গোবর্ধন পূজার ছুটি ২০২৪দীপাবলির পরে, কিছু জায়গায় ১ নভেম্বর স্কুল খুলতে পারে, তবে অনেক জায়গায় এর মধ্যে একদিন স্কুল খোলা হবে না এবং ছুটি অব্যাহত থাকবে।
advertisement
11/15
গোবর্ধন পূজার উৎসব ২ নভেম্বর উদযাপিত হয়। তাই এই পূজা উপলক্ষেও দীপাবলির পরে ধারাবাহিকভাবে ছুটি থাকবে টানা।
advertisement
12/15
দিওয়ালি ২০২৪, ভাইফোঁটা কবে পালিত হবে?এবার ৩ অক্টোবর পালিত হতে চলেছে ভাইফোঁটা এবং এই উপলক্ষে ছুটি থাকবে কারণ এই দিনে রবিবারও রয়েছে। অনেক জায়গায়, ৩ নভেম্বর ভাইফোঁটার দিন স্কুল কলেজ পূর্ণ বন্ধ থাকবে।
advertisement
13/15
একনজরে তারিখ-সহ ছুটির দিন ও কারণ :২৯ অক্টোবর - ধনতেরাস ৩০ অক্টোবর - ছোট দিওয়ালি ৩১ অক্টোবর - দীপাবলি
advertisement
14/15
২ নভেম্বর – গোবর্ধন পূজা৩ নভেম্বর - ভাইফোঁটা (রবিবার)
advertisement
15/15
দীপাবলি স্কুল ছুটির তালিকা:সামগ্রিকভাবে, শিক্ষার্থীরা বিভিন্ন রাজ্য এবং শহর অনুসারে দীপাবলি উপলক্ষে ৪ থেকে ৬ দিনের ছুটি পেতে চলেছে। অনেক জায়গায়, এই ছুটি ২৯ অক্টোবর ধনতেরাস থেকে শুরু হবে এবং ৬ দিন ধরে চলবে, আবার অনেক জায়গায় এটি ৪ থেকে ৫ দিনের জন্য থাকবে। আবার বাংলায় সরকারি স্কুলগুলিতে টানা ছুটি চলেছে দুর্গাপুজোর থেকেই। যা শেষ হবে এই দীপাবলি উৎসবের একেবারে শেষে।