TRENDING:

Shubhman Gill and Sara Tendulkar Gossip: সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, ফাঁস হল শুভমান ও সারার চ্যাট

Last Updated:
Subhman Gill and Sara Tendulkar Gossip: লন্ডনের ওভাল গ্রাউন্ডে WTC ফাইনাল 2023 এর আগে, ভারতের ওপেনার শুভমান গিল এবং সারা তেন্ডুলকরের মধ্যে প্রেমের সমীকরণে একটা স্ট্যাম্প পারলে লাগিয়েই দেন৷
advertisement
1/8
সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, ফাঁস হল শুভমান ও সারার চ্যাট
লন্ডন: বর্তমানে, শুভমান গিল এবং সারা তেন্ডুলকর এই মুহূর্তে লন্ডনে রয়েছেন৷  ফ্যানরা এই খবর জানার পর থেকেই নানারকম গসিপের ঝুলি ফের একবার খুলে বসেছেন। এই তরুণ জুটির ডেটিং এবং প্রেমের গুজব আরও একবার জোরদারভাবে শুরু হয়েছে। তবে এই যুগল ডেটিং করছেন কিনা তা নিয়ে অফিসিয়াল কোনও সিদ্ধান্তে না পৌঁছতে পারলেও  সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এটা নিশ্চিত যে গিল এবং সারা-র মধ্যে স্পেশাল একটা সম্পর্ক নিশ্চিতভাবেই আছে। আর এই ভাবনায় ধোঁওয়া দেওয়ার কাজ করেছে কিছু পুরানো ইনস্টাগ্রাম চ্যাট ৷ একেবারে লাইন তুলে তুলে সবাই মিলে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েছেন তাঁদের প্রেমের সম্পর্কের বিষয়ে৷
advertisement
2/8
লন্ডনের ওভাল গ্রাউন্ডে WTC ফাইনাল 2023 এর আগে, ভারতের ওপেনার শুভমান গিল এবং সারা তেন্ডুলকরের মধ্যে প্রেমের সমীকরণে একটা স্ট্যাম্প পারলে লাগিয়েই দেন৷
advertisement
3/8
স্ক্রিনশটের একটিতে দেখা যাচ্ছে গিল নিজের জন্মদিনে তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের সঙ্গে লাইভ গিয়েছিলেন। সারাও, গিলের ইন্সটা লাইভে যোগ দিয়েছিলেন এবং সেখানেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সুন্দরী সারা৷ সেখানে লাইভেই লিখেছিলেন "HBDDDDDDD"।
advertisement
4/8
অন্য একটি স্ক্রিনশটে, শুভমান গিল একটি এডিট করা  ক্লিপ দিয়ে নিজের এক্সসারসাইজ বিষয়টি ফ্যানদের সামনে তুলে ধরেছিলেন৷
advertisement
5/8
সেখানে এক ফ্যান কমেন্ট করেছিলেন "আশ্চর্যজনক সম্পাদনা দক্ষতা"  ফ্যানের সেই কমেন্টে কে উত্তর দিয়েছিলেন জানেন, না শুভমান গিল নয়, উত্তর দিয়েছিলেন সারা তেন্ডুলকর৷ মিষ্টি মাখন মাখিয়ে তিনি উত্তর দিয়েছিলেন, "আপনি মনে করেন শুভমান কি এটা নিজেই  করেছেন?"। এই চ্যাট নিয়ে তাঁদের  ডেটিং গুজবে আরও স্ফুলিঙ্গ যোগ করেছে।
advertisement
6/8
এর পাশাপাশি  হার্দিক পান্ডিয়া গিলের পোস্টে সারা তেন্ডুলকারের একটি মন্তব্যের জবাব দিলে এই বিষয়ে আরও আগুন যোগ হয়৷
advertisement
7/8
সারা বা শুভমান কেউই আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি।  গত বছর এই গসিপে নতুন মাত্রা যোগ হয়,  গিলকে বলিউড অভিনেতা এবং সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের সঙ্গে দেখা গিয়েছিল।
advertisement
8/8
WTC ফাইনালের পর, গিলের পরবর্তী প্রতিদ্বন্দ্বিতা হবে এশিয়া কাপ এবং ঘরের মাঠে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন মাসগুলি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বড় জায়গায় পৌঁছতে গেলে এই টুর্নামেন্টগুলি সিঁড়ি হতে পারে শুভমান গিলের৷
বাংলা খবর/ছবি/দেশ/
Shubhman Gill and Sara Tendulkar Gossip: সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, ফাঁস হল শুভমান ও সারার চ্যাট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল