TRENDING:

Samay Raina: সময় রায়নার কড়া নিন্দা, তরুণ ইউটিউবারদের তীব্র ভর্ৎসনা করে যা জানাল সুপ্রিম কোর্ট.... 

Last Updated:
গত সোমবার এই কড়া নিন্দা করে আদালত বলেছে, তরুণ প্রজন্ম মনে করে যে, তাঁরা ওভারস্মার্ট। আর ওঁরা সব কিছুই বেশি বেশি জানে। 
advertisement
1/8
সময় রায়নার কড়া নিন্দা, তরুণ ইউটিউবারদের তীব্র ভর্ৎসনা করে যা জানাল সুপ্রিম কোর্ট.... 
বর্তমানে নিজের ইউটিউব শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ বিতর্কিত মন্তব্যের জন্য কমেডিয়ান সময় রায়নার কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট। গত সোমবার এই কড়া নিন্দা করে আদালত বলেছে, তরুণ প্রজন্ম মনে করে যে, তাঁরা ওভারস্মার্ট। আর ওঁরা সব কিছুই বেশি বেশি জানে।
advertisement
2/8
ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার আবেদন শোনার সময় এহেন মন্তব্য করেছে শীর্ষ আদালত। আসলে সময় রায়নার শোয়ে রণবীরের ‘মা-বাবার যৌন মিলন দেখুন’ সংক্রান্ত মন্তব্য নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ।
advertisement
3/8
বিচারপতি সূর্য কান্ত বলেন যে, “কিছু মানুষ রয়েছেন, যাঁরা মুক্ত বাকস্বাধীনতা ইত্যাদি নিয়ে প্রবন্ধ লিখছেন। এগুলিকে কীভাবে সামলাতে হয়, সেটা আমরা জানি। প্রত্যেকটি মৌলিক অধিকারের পরেই কর্তব্য আসে। রয়েছে আরও বিধিনিষেধও।”
advertisement
4/8
বিচারক এ-ও জানিয়েছেন যে, বিদেশে থাকা একজন অভিযুক্ত মামলার উপর একটি মন্তব্য করেছিলেন। বার এবং বেঞ্চের বক্তব্য, বিচারপতি কান্ত বলেন যে, এঁদের মধ্যে একজন কানাডায় গিয়েছিলেন এবং এই বিষয়ে সমস্ত কিছু বলেছিলেন।
advertisement
5/8
আসলে তিনি সময় রায়নার রেফারেন্স দিয়েছেন। তিনি কানাডায় এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। কোর্টের মন্তব্যের সঙ্গে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা নিজে বলেন যে, “হ্যাঁ তিনি বিদেশে গিয়েছিলেন। আর এই বিচার সংক্রান্ত বিষয়ে ঠাট্টাও করেন।” ওই বেঞ্চের তরফে আরও জানানো হয়েছে যে, সম্ভবত, তাঁরা জানেন না যে, এই আদালত কোন এক্তিয়ার উপভোগ করে। এমনকী ইউটিউবারদের সাবধানও করেছেন। বিচারপতি কান্তের বক্তব্য, “সাবধান হয়ে যান নাহলে এর সঙ্গে কীভাবে যুঝবেন, তা জেনে নিন।”
advertisement
6/8
গত মাসে সময় রায়না আনফিল্টার্ড-এর জন্য কানাডা সফরে গিয়েছিলেন সময় রায়না। সেখানে নিজের শো-এর বিতর্কের বিষয়টি তুলে ধরেন। সকলকে বলেন যে, “আমার আইনজীবীর পারিশ্রমিক পরিশোধ করার জন্য ধন্যবাদ।” গত মাসেই আবার রায়নার শোয়ে মা-বাবার যৌন মিলন সংক্রান্ত মন্তব্যের জেরে সকলের চরম নিন্দার মুখে পড়েছিলেন এলাহাবাদিয়া। যার জেরে তাঁর নামে একাধিক মামলা এবং অভিযোগ দায়ের হয়। সংশ্লিষ্ট শোয়ে অংশগ্রহণ করেছিলেন একাধিক প্যানেলিস্ট। তাঁদের মধ্যে অন্যতম হলেন সঞ্চালক সময় রায়না, আশিস চঞ্চলানি, জসপ্রীত সিং এবং অপূর্বা মখিজা। তাঁদের সকলের নামেই অভিযোগ এবং মামলা হয়েছে।
advertisement
7/8
আগে রায়না একটি বিবৃতি জারি করে বলেছিলেন যে, তিনি নিজের ইউটিউব চ্যানেলের ওই শোয়ের সমস্ত ভিডিও মুছে দিয়েছেন। ইতিমধ্যে একটি ভিডিও বানিয়ে ক্ষমা প্রার্থনাও করেছেন এলাহাবাদিয়া। তিনি স্বীকার করে নিয়েছিলেন যে, তাঁর মন্তব্য সঠিক ছিল না। যদিও সুপ্রিম কোর্ট এর আগে এলাহাবাদিয়াকে আর কোনও এপিসোড বানাতে নিষেধ করেছিল।
advertisement
8/8
সোমবারের উল্লেখযোগ্য এই ঘটনায় শীর্ষ আদালত অবশ্য এলাহাবাদিয়াকে তাঁর পডকাস্ট ‘দ্য রণবীর শো’ ফের শুরু করার অনুমতি দিয়েছে। নৈতিকতা এবং তাঁর মত প্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য রক্ষা করার বিষয়ে জোরও দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/দেশ/
Samay Raina: সময় রায়নার কড়া নিন্দা, তরুণ ইউটিউবারদের তীব্র ভর্ৎসনা করে যা জানাল সুপ্রিম কোর্ট.... 
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল