TRENDING:

Sputnik V: স্পুটনিক লাইটের এক ডোজেই জব্দ করোনা? ভারতেও চালু করবে 'বন্ধু' রাশিয়া!

Last Updated:
গোটা দেশেই চলছে টিকার আকাল। এই পরিস্থিতিতে আশার কথা শোনালেন রাশিয়ার এ দেশের রাষ্ট্রদূত এন কুদাশেভ।
advertisement
1/5
স্পুটনিক লাইটের এক ডোজেই জব্দ করোনা? ভারতেও চালু করবে 'বন্ধু' রাশিয়া!
করোনা পরিস্থিতির জেরে প্রবল খারাপ অবস্থার মধ্যে দেশে শুরু হয়েছে রাশিয়ার স্পুটনিক ভি (Sputnik V) ভ্যাকসিন দেওয়ার কাজ৷ বিদেশ থেকে আমদানি করা রাশিয়ার এই ভ্যাকসিনের একটি ডোজের দাম ৯৯৫ টাকা৷ যা ভারতের টিকাগুলির মধ্যে সবেচেয়ে দামী। কিন্তু গোটা দেশেই চলছে টিকার আকাল। এই পরিস্থিতিতে আশার কথা শোনালেন রাশিয়ার এ দেশের রাষ্ট্রদূত এন কুদাশেভ।
advertisement
2/5
তিনি বলেন, 'স্পুটনিক ভি রাশিয়ান-ইন্ডিয়ান ভ্যাকসিন। আমরা আশা করছি, ভারতে প্রতি বছর ৮৫০ মিলিয়ন ভ্যাকসিন উৎপাদিত হবে। আমাদের ভাবনা আছে, খুব শীঘ্রই ভারতে ইন্ডিয়া-স্পুটনিক লাইট নামে সিঙ্গল ডোজের ভ্যাকসিনও ভারতে চালু করতে।' প্রসঙ্গত, রবিবারই ভারতে এসেছে স্পুটনিক ভি-এর দ্বিতীয় ব্য়াচ।
advertisement
3/5
প্রসঙ্গত, ভারতীয় সংস্থা, ডক্টর রেড্ডিজ এই স্পুটনিক ভ্যাকসিন আমদানি করছে৷ সেই সংস্থার তরফেও জানানো হয়েছে, গত ১ মে বিদেশ থেকে যে সংখ্যক ভ্যাকসিন আমদানি করা হয়েছিল, গত বৃহস্পতিবার হিমাচল প্রদেশে অবস্থিত সেন্ট্রাল ড্রাগ ল্যাবোরেটরি তাতে ছাড়পত্র দিয়েছে৷
advertisement
4/5
এরই মধ্যে ভারতের প্রথম সিঙ্গল ডোজ করোনার ভ্যাকসিনও হতে পারে রাশিয়ারই স্পুটনিক লাইট৷ আগামী জুন মাসেই এই টিকার ছাড়পত্রের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে পারে। ডক্টর রেড্ডিজ-এর শীর্ষকর্তার মতে, স্পুটনিক লাইট আসলে স্পুটনিক ভ্যাকসিনেরই প্রথম ডোজ৷ দ্বিতীয় ডোজ নিলে এর কার্যকরিতা ৯১.৬ শতাংশে পৌঁছয়৷
advertisement
5/5
আপাতত ভারতের ৩৫টি কেন্দ্র থেকে দুই ডোজের স্পুটনিক ভি ভ্যাকসিন সরবরাহ করা হবে বলে জানা গিয়েছে৷ ভারতে এই ভ্যাকসিনের একটি ডোজের দাম পড়বে ৯৯৫ টাকা৷ দেশে ডক্টর রেড্ডিজল এই ভ্যাকসিনের উৎপাদন শুরু করলে তা আরও কিছুটা সস্তা হওয়ার কথা৷
বাংলা খবর/ছবি/দেশ/
Sputnik V: স্পুটনিক লাইটের এক ডোজেই জব্দ করোনা? ভারতেও চালু করবে 'বন্ধু' রাশিয়া!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল