শিক্ষার থেকে মানুষ বেশি ব্যয় করছে গুটখায়! গ্রামীণ ভারতের সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বলা হয়, আসল ভারত নাকি গ্রামেই বাস করে। যদি তা-ই সত্যি হয়, তবে সরকারের সর্বশেষ তথ্য থেকে যে ছবি উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তথ্য অনুযায়ী, গ্রামীণ ভারত শিক্ষার তুলনায় গুটখায় বেশি খরচ করছে।
advertisement
1/5

বলা হয়, আসল ভারত নাকি গ্রামেই বাস করে। যদি তা-ই সত্যি হয়, তবে সরকারের সর্বশেষ তথ্য থেকে যে ছবি উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তথ্য অনুযায়ী, গ্রামীণ ভারত শিক্ষার তুলনায় গুটখায় বেশি খরচ করছে।
advertisement
2/5
হাউসহোল্ড কনজাম্পশন অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (HCES) এই বাস্তবতাই সামনে এনেছে। সমীক্ষা বলছে, গ্রামীণ পরিবারগুলো তাদের মোট ব্যয়ের মাত্র ২.৫% শিক্ষা খাতে খরচ করে, অথচ ৪% ব্যয় হয় তামাকজাত পণ্যে, যার বড় অংশই গুটখা। এই তথ্য এমন এক সময়ে সামনে এলো, যখন ১ ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের দাম বাড়তে চলেছে, আর একই সঙ্গে সরকার দেশজুড়ে জনস্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ করছে।
advertisement
3/5
তথ্য থেকে স্পষ্ট হচ্ছে, গত এক দশকে তামাক ব্যবহারে ধারাবাহিক ও উদ্বেগজনক বৃদ্ধি ঘটেছে। ২০১১-১২ থেকে ২০২৩-২৪ সালের মধ্যে, গ্রামীণ ভারতে মাথাপিছু তামাক খরচ বেড়েছে ৫৮%, আর শহরে এই বৃদ্ধি আরও বেশি—৭৭%। বর্তমানে গ্রামে মাসিক মাথাপিছু ব্যয়ের প্রায় ১.৫% এবং শহরে প্রায় ১% তামাকজাত পণ্যে খরচ হয়। শতাংশের হিসাবে কম মনে হলেও, ব্যবহারকারীর সংখ্যা ভিন্ন ছবি তুলে ধরে।
advertisement
4/5
গ্রামীণ ভারতে তামাক ব্যবহারকারী পরিবারের সংখ্যা বেড়ে হয়েছে ১৩.৩ কোটি, যা মোট পরিবারের ৬৮.৬%—২০১১-১২ সালে এই সংখ্যা ছিল ৯.৯ কোটি (৫৯.৩%)। অর্থাৎ, এক দশকের একটু বেশি সময়ে ৩৩% বৃদ্ধি। শহরাঞ্চলে পরিস্থিতি আরও দ্রুত বদলেছে। সেখানে তামাক ব্যবহারকারী পরিবার বেড়েছে ৫৯%, ২.৮ কোটি (৩৪.৯%) থেকে বেড়ে ৪.৭ কোটি (৪৫.৬%) হয়েছে।
advertisement
5/5
সমীক্ষা ইঙ্গিত দেয়, তামাক ব্যবহার আর নির্দিষ্ট অঞ্চল বা সামাজিক গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই। গ্রামে এই বৃদ্ধির প্রধান কারণ গুটখা ও পাতার তামাক। শহরে সিগারেটের ব্যবহার দ্রুত বাড়ছে, তবে গুটখার বিস্তারও উদ্বেগজনক হারে বাড়ছে।