টাকার দামে রেকর্ড পতন, প্রতি ডলারে ৮৩ টাকা পার! বাড়ছে আরও নিচে যাওয়ার আশঙ্কা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Rupee Record Fall: টাকার দাম এর আগে এতটা পড়েনি। সর্বকালের সব রেকর্ড ভেঙে গেল বুধবার।
advertisement
1/6

দীপাবলির আগে ফের দেশবসীর জন্য খারাপ খবর। ডলারের সাপেক্ষে টাকার দামে সর্বকালীন পতন। ফের কপালে চিন্তার ভাঁজ অর্থনীতিবিদদের।
advertisement
2/6
বুধবার বাজার খোলার সময়ই টাকার দাম ছিল ৮২.৩০৬২। বাজার বন্ধ হওয়ার সময় যা শেষমেশ ৮৩.০২ -তে গিয়ে ঠেকে।
advertisement
3/6
ডলারের সাপেক্ষে টাকার দাম এর আগে এতটা কখনও পড়েনি। দীপাবলির আগে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। তার উপর ব্যাঙ্কের চড়া সুদ নেওয়াও চলতে থাকবে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/6
কয়েকদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দাবি করেছিলেন, টাকার দামে পতন হচ্ছে না। আসলে ডলার আরও মজবুত হয়েছে আগের থেকে। তাঁর সেই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছিল।
advertisement
5/6
মঙ্গলবারের তুলনায় বুধবার টাকার দামে আরও ৬৬ পয়সা পতন দেখা যায়। যা কি না সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে।
advertisement
6/6
রিজার্ভ ব্যাঙ্ক এতদিন চেষ্টা করেছিল, টাকার দামে যাতে ৮৩ টাকায় না নামে!! মনে করা হয়েছিল, টাকার দাম ৮২.৪০-এ নামতে পারে শেষ পর্যন্ত। তবে শেষমেশ আশঙ্কাই সত্যি হল।