Medical student death: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ৫ ডাক্তারি পড়ুয়ার! বাসকে ধাক্কা মারল এসইউভি, শেষ হল পাঁচ স্বপ্ন, আহত অনেকে
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Medical student death: মর্মান্তিক দুর্ঘটনায় আক্রান্ত হল ডাক্তারি পড়ুয়াদের গাড়ি। ঘটনাটি ঘটেছে কেরালার আলাপ্পুঝাতে। সেই সময়ে একটি এসইউভিতে ছিলেন এমবিবিএসের প্রথম বর্ষের বেশ কিছু পড়ুয়া।
advertisement
1/5

মর্মান্তিক দুর্ঘটনায় আক্রান্ত হল ডাক্তারি পড়ুয়াদের গাড়ি। ঘটনাটি ঘটেছে কেরালার আলাপ্পুঝাতে। সেই সময়ে একটি এসইউভিতে ছিলেন এমবিবিএসের প্রথম বর্ষের বেশ কিছু পড়ুয়া। প্রতীকী ছবি।
advertisement
2/5
পুলিশ সূত্রে খবর, সেভ্রালে ট্র্যাভেরা সেই সময় ডাক্তারি পড়ুয়ারা সিনেমা দেখতে যাচ্ছিলেন। সকলেই কেরালার টিডি মেডিক্যাল কলেজের পড়ুয়া। প্রতীকী ছবি।
advertisement
3/5
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময়ে প্রবল বৃষ্টি হচ্ছিল, তাতেই চাকা পিছলে যায়। সেই সময়ে উল্টো দিক থেকে একটি কেরালার সরকারি বাস আসছিল। তাতেই ধাক্কা মারে এসইউভিটি। প্রতীকী ছবি।
advertisement
4/5
দুর্ঘটনার পরেই দুমড়ে মুছড়ে যায় গাড়িটি। তিন ডাক্তারি পড়ুয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন ডাক্তারি পড়ুয়ার। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রতীকী ছবি।
advertisement
5/5
সব পড়ুয়াই ১৯ বছর বয়সি। এতগুলি ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কেরালায়। মৃতরা হলেন দেবানন্দন, শ্রীদেব ভালসন, আয়ুষ শাজি, আব্দুল জব্বর এবং মহম্মদ ইব্রাহিম। প্রতীকী ছবি।