TRENDING:

পুরুষদের প্যারেডের নেতৃত্বে ক্যাপ্টেন তানিয়া শেরগিল, ৭১ তম প্রজাতন্ত্র দিবসেও দিল্লির রাজপথে চমকের ছড়াছড়ি

Last Updated:
প্রজাতন্ত্র দিবসে এবার নতুন অনেক কিছুই। অমর জওয়ান জ্যোতি থেকে নয়, প্রধানমন্ত্রী এবার নিহত জওয়ানদের শ্রদ্ধা জানান জাতীয় ওয়ার মেমোরিয়াল থেকে।
advertisement
1/7
৭১ তম প্রজাতন্ত্র দিবসেও দিল্লির রাজপথে চমকের ছড়াছড়ি
সামনে শের। পিছনে পুরুষ পদাতিক বাহিনী। নামেই শের। তিনি ক্যাপ্টেন তানিয়া শেরগিল। দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই প্রথম পুরুষ পদাতিক বাহিনীর নেতৃত্বে মহিলা প্যারাড অ্যাডজুটান্ট তানিয়া শেরগিল। প্রজাতন্ত্র দিবসে এবার নতুন অনেক কিছুই। অমর জওয়ান জ্যোতি থেকে নয়, প্রধানমন্ত্রী এবার নিহত জওয়ানদের শ্রদ্ধা জানান জাতীয় ওয়ার মেমোরিয়াল থেকে।
advertisement
2/7
প্রজাতন্ত্রের ৭১। দিল্লির রাজপথে কুচকাওয়াজ। ৯০ মিনিটের বর্ণাঢ্য অনুষ্ঠান। এবার অনেক কিছুই প্রথম। অনেক কিছুই নতুন। প্রতিবারই এই দিনে দিল্লিতে ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। ৪৮ বছরের প্রথায় এবার বদল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহত জওয়ানদের শ্রদ্ধা জানালেন ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে। ২০১৯-এর ফেব্রুয়ারিতে উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদিই।
advertisement
3/7
প্যারেডে হুঙ্কার সামরিক শক্তির। ঝকঝকে আকাশের আকর্ষণ বাড়ায় সেনাবাহিনীর হেভিলিফট হেলিকপ্টার চিনুক, কপ্টার অ্যাপাচে। এই প্রথম বার। তিন লাইট কমব্যাট হেলিকপ্টারে তৈরি হওয়া ত্রিশূল। ছিল বায়ুসেনার নতুন যুদ্ধবিমান রাফাল, তেজসও।
advertisement
4/7
শক্তি প্রদর্শন মাটিতেও। দেখা গেল সেনার টি-৯০ যুদ্ধ ট্যাঙ্ক ভীষ্ম ও কুচকাওয়াজে কে-৯ ‘বজ্র’ ট্যাঙ্ক। কুচকাওয়াজে প্রদর্শিত হয় ক্ষেপণাস্ত্র ‘আকাশ’।
advertisement
5/7
প্রজাতন্ত্রে রাজপথে জয়গান নারীশক্তিরও। পুরুষ পদাতিক বাহিনীর নেতৃত্ব দেন প্যারাড অ্যাডজুটান্ট ক্যাপ্টেন তানিয়া শেরগিল। এর আগে সেনা দিবসের প্যারাডেও নেতৃত্ব দিয়েছিলেন ২৬ বছরের তরুণী।
advertisement
6/7
এই প্রথম সিআরপিএফ-এর পূর্ণ মহিলা বাইক বাহিন‌ী অংশ নেয় কুচকাওয়াজে। নেতৃত্ব দেন ইন্সপেক্টর সীমা নাগ। অনুষ্ঠানে ৬১ ঘোড়সওয়ার বাহিনী ৷
advertisement
7/7
একাত্তরের ঐতিহ্যে প্রজাতন্ত্র মনে করাল পুরোন কথাও। গোয়ালিয়র ল্যান্সার্সের পোশাকে ৬১ ঘোড়সওয়ার বাহিনী প্যারেডে অংশ নেয়। ১৯৫৩ সালে তৈরি এই বাহিনীই দুনিয়ার একমাত্র সক্রিয় অশ্বারোহী বাহিনী।
বাংলা খবর/ছবি/দেশ/
পুরুষদের প্যারেডের নেতৃত্বে ক্যাপ্টেন তানিয়া শেরগিল, ৭১ তম প্রজাতন্ত্র দিবসেও দিল্লির রাজপথে চমকের ছড়াছড়ি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল