Ratan Tata Singur: ন্যানো কারখানার জন্য কেন সিঙ্গুরকে বেছেছিলেন রতন টাটা? ফাঁস করলেন ঘনিষ্ঠ কর্ত্রী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কেন হঠাৎ ১ লক্ষ টাকায় গাড়ি তৈরির কথা ভেবেছিলেন রতন টাটা৷ ন্যানো গাড়ি তৈরির প্রকল্পের জন্য কেন রতন টাটা সিঙ্গুরকে বেছে নিয়েছিলেন, এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তাও জানিয়েছেন নীরা রাডিয়া৷
advertisement
1/7

তাঁর স্বপ্নের এক লাখের ন্যানো গাড়ি তৈরির কারখানার জন্য প্রথমে কেন পশ্চিমবঙ্গের সিঙ্গুরকেই বেছে নিয়েছিলেন রতন টাটা? টাটা গোষ্ঠীর শীর্ষ কর্তার প্রয়াণের পরই এবার তা ফাঁস করলেন রতন টাটার দীর্ঘদিনের ঘনিষ্ঠ নীরা রাডিয়া৷
advertisement
2/7
প্রাক্তন কর্পোরেট জনসংযোগ আধিকারিক নীরা রাডিয়া দীর্ঘদিন ধরে টাটা গোষ্ঠী এবং রতন টাটার সঙ্গে কাজ করেছেন৷ এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে রতন টাটাকে নিয়ে অনেক প্রশ্নেরই উত্তর দিয়েছেন নীরা৷
advertisement
3/7
এনডিটিভি-কে দেওয়া এই সাক্ষাৎকারেই নীরা জানিয়েছেন, কেন হঠাৎ ১ লক্ষ টাকায় গাড়ি তৈরির কথা ভেবেছিলেন রতন টাটা৷ ন্যানো গাড়ি তৈরির প্রকল্পের জন্য কেন রতন টাটা সিঙ্গুরকে বেছে নিয়েছিলেন, তাও জানিয়েছেন নীরা৷
advertisement
4/7
নীরা জানিয়েছেন,উনি একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন৷ উনি চাইতেন, মোটরসাইকেলে বসে কেউ যাতে বৃষ্টিতে না ভেজেন৷ সাধারণ মানুষের জন্যই কিছু করতে চেয়েছিলেন৷
advertisement
5/7
নীরা আরও বলেন, ন্যানো কারখানা তৈরির জন্য রতন টাটা সিঙ্গুরকে বেছেছিলেন কারণ তিনি চেয়েছিলেন পশ্চিমবঙ্গে শিল্প আসুক এবং কর্মসংস্থান হোক৷ মন থেকে উনি সিঙ্গুরকে ভালবেসে ফেলেছিলেন৷
advertisement
6/7
সিঙ্গুরেই যে ন্যানো তৈরির কারখানা হবে, তা টাটা গোষ্ঠীর শীর্ষ স্তরেও অধিকাংশ কেউই জানতেন না বলে দাবি নীরার৷ তাঁর কথায়, সিঙ্গুরে ন্যানো তৈরির কারখানা হবে বলে উনি ঘোষণা করার পর আমরাও অবাক হয়েছিলাম৷
advertisement
7/7
শেষ পর্যন্ত অবশ্য সিঙ্গুরে ন্যানো কারখানা হয়নি৷ আক্ষেপের সুরে নীরা বলেন. ন্যানো কারখানা হয়ে গেলে কলকাতা থেকে সিঙ্গুর পর্যন্ত রাস্তার দুপাশের চেহারা বদলে যেত৷ যেমন সানন্দের চেহারা এখন গুরুগ্রামের মতো হয়ে গিয়েছে৷