TRENDING:

মালাবদলের পরই...! দুটি রসগোল্লা ফাঁস করে দিল বরের বড় 'রহস্য', রেগে কাঁই কনে, নিমেষে সব 'শেষ'!

Last Updated:
Rasgulla: আর পাঁচটা বিয়ের আসরের মতোই ছাদনাতলায় হাজির হয়েছিলেন বর-কনে। বিয়ের অনুষ্ঠান চলছিল মহা ধুমধামের সঙ্গে। এসে পৌঁছেছে বরযাত্রীরাও। সবার উপস্থিতিতে নিয়ম মেনে একের পর এক আচার করাচ্ছিলেন ঠাকুরমশাই।
advertisement
1/11
মালাবদলের পরই...! দুটি রসগোল্লা ফাঁস করে দিল বরের বড় 'রহস্য', নিমেষে সব 'শেষ'!
বৈশাখ মাস। চলছে বিয়ের মরশুম। সোশ্যাল মিডিয়ার পাতায় প্রায়ই দেখা যাচ্ছে নতুন নতুন বর-কনের ছবি, ভিডিও ও জাকজমকপূর্ণ বিয়েবাড়ির অনুষ্ঠানের নানা মুহূর্ত। কিন্তু এই সবের মধ্যেই একটি খবর নাড়িয়ে দিয়েছেন নেটিজেনদের।
advertisement
2/11
বিহারের নালন্দায় এই বিয়েবাড়িতে যা ঘটেছে তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। রসগোল্লা তো আপনিও হয়ত খেতে ভালবাসেন কিন্তু এই বিয়ে বাড়িতে দুটি রসগোল্লার জেরে যা ঘটে গেল তা দেখে চক্ষুচড়কগাছ হাল সকলের। Representative Image
advertisement
3/11
আর পাঁচটা বিয়ের আসরের মতোই ছাদনাতলায় হাজির হয়েছিলেন বর-কনে। বিয়ের অনুষ্ঠান চলছিল মহা ধুমধামের সঙ্গে। এসে পৌঁছেছে বরযাত্রীরাও। সবার উপস্থিতিতে নিয়ম মেনে একের পর এক আচার করাচ্ছিলেন ঠাকুরমশাই। Representative Image
advertisement
4/11
বিয়েবাড়িতে ততক্ষণে হাজির অতিথি অভ্যাগতরা সবাই। মন্ত্র পরে চলেছেন পন্ডিত। শুভদৃষ্টির পরেই এল মালাবদলের সেই অমোঘ মুহূর্ত যা দেখতে ভিড় করেছিলেন বাড়িশুদ্ধু সবাই। কিন্তু তখনই ঘটল সেই ঘটনা।
advertisement
5/11
বর ও কনে একে অপরকে মালা পরিয়ে দিলেন সকলের উপস্থিতিতে। আর মালাবদলের ঠিক পরেই তাঁদের দুজনকে মিষ্টিমুখ করাতে একসঙ্গে মিষ্টি রসগোল্লা খেতে দেওয়া হল। AI Generated Representative Image
advertisement
6/11
তখনই বর হঠাৎ তাঁর দুই হাত দিয়ে রসগোল্লা তুলে খেতে শুরু করে দেয়। যা দেখে কার্যত হতবাক হয়ে পড়েন কনে। এ কী কাণ্ড! মুহূর্তে বরের আচরণ দেখে সন্দেহ হতে শুরু করে কনে ও তাঁর পরিবারের। AI Generated Representative Image
advertisement
7/11
ক্রমশ আসল রহস্য প্রকাশ্যে এসে পরে। ফাঁস হয়ে যায় বর আসলে মানসিক রোগী। এই কথা আড়ালে রেখেই বিয়ে দেওয়ার তালে ছিল পরিবার। সবকিছু জেনে কনে রাগে ফুঁসতে ফুঁসতে মঞ্চ থেকে নেমে আসে। AI Generated Representative Image
advertisement
8/11
তিনি সাফ জানিয়ে দেন- "আমি এই বিয়ে করব না।" বর তাঁকে বারবার অনুরোধ করতে থাকে যাতে বিয়ে ভেঙে না যায়। বরের পরিবারও কনেকে বোঝানোর চেষ্টা করেছিল। কিন্তু কনে তার সিদ্ধান্তে অটল থাকেন। এর পর কনে ছাড়াই বরকে নিয়ে বরযাত্রীকে বাড়ি ফিরে যেতে হয়। AI Generated Representative Image
advertisement
9/11
ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দার সিলাভ থানা এলাকার ভূঁই গ্রামে। বুধবার রাতে সেখানে একটি বিয়ের আনন্দ অনুষ্ঠান মালাবদলের ঠিক পরেই মুহূর্তে পাল্টে যায় যখন জানা যায় বরের জীবনের আসল রহস্য। Representative Image
advertisement
10/11
গ্রামবাসীরা জানান ভূঁইয়ের বাসিন্দা নিশার (একটি কাল্পনিক নাম) নুরসরাইয়ের ঝামাওয়ারার বাসিন্দা বিনীত কুমার রক্ষকের সঙ্গে বিয়ের কথাবার্তা হয়। রাতে বরযাত্রীরা এসে পৌঁছয় বিয়ে করতে। কিন্তু মালাবদলের পরেই যা ঘটে যায় তাতে কনেকে ছাড়াই খালি হাতে ফিরে যেতে বাধ্য হন বিনীত কুমার ও তাঁর পরিবার।
advertisement
11/11
'মেয়ের জীবন ধ্বংস হওয়া থেকে রক্ষা পেয়েছে'ঘটনার পরে কনের পরিবার জানায় যে যখন সম্পর্ক ঠিক করা হয়েছিল, তখন আমাদের বলা হয়নি যে বর মানসিকভাবে অসুস্থ। কিন্তু মালাবদলের অনুষ্ঠানের সময় বরের কীর্তি দেখে আমাদের সন্দেহ হয়। আর তারপরেই সব ফাঁস হয়ে যায়। শেষ মুহূর্তে, বরের আসল শারীরিক ও মানসিক স্থিতি প্রকাশ্যে আসে। তবে এই ঘটনায় আমাদের মেয়ের জীবন তো রক্ষা পেয়েছে। AI Generated Representative Image
বাংলা খবর/ছবি/দেশ/
মালাবদলের পরই...! দুটি রসগোল্লা ফাঁস করে দিল বরের বড় 'রহস্য', রেগে কাঁই কনে, নিমেষে সব 'শেষ'!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল