advertisement
1/5

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। বয়স হয়েছিল ৯৩ বছর। ১১ জুন থেকে ভরতি ছিলেন দিল্লির এইমসে। বিহারের সঙ্গে ওনার প্রথম থেকেই গভীর সম্পর্ক ছিল ৷ এর মূল কারণ হচ্ছে ১৯৭৪ বিহার ও গুজরাত থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলন ৷ যা পরে গিয়ে এমারজেন্সির সময় কংগ্রেস বিরোধীদের প্রতীক হয়ে উঠেছিল ৷
advertisement
2/5
এমারজেন্সির বিরোধিতা করার সময় বিহার আসা যাওয়া লেগে ছিল বাজপেয়ীর ৷ যখনই বিহারে যেতেন তখনই হোটেলের বদে জনসঙ্ঘের মুন্দর সাহেবের বাড়িতে থাকতেন
advertisement
3/5
পটনার বেলি রোডে অবস্থিত আর্য ভবন সেই সময় তাদের জন্য গোপন কেন্দ্র হয়ে উঠেছিল ৷
advertisement
4/5
সেই সময় বিরোধী নেতারা আর্য ভবনে গা ডাকা দিয়ে থাকতেন ৷ মুন্দর সাহেবের স্ত্রী রাতে সকলের জন্য রান্না করতেন ৷
advertisement
5/5
রুটি ও করি খেতে ভালোবাসতেন অটল বিহারী ৷