TRENDING:

#StatueOfUnity: বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিটি বানালেন ৯৩বছরের বৃদ্ধ, চিনুন তাঁকে

Last Updated:
advertisement
1/6
#StatueOfUnity: বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিটি বানালেন ৯৩বছরের বৃদ্ধ, চিনুন তাঁকে
স্ট্যাচু অফ ইউনিটি! বিশ্বের সর্বোচ্চ মূর্তিটি উন্মোচিত হল বুধবার ৷ শুরু থেকেই চর্চায় ছিল সর্দার বল্লভভাই পটেলের মূর্তিটি ৷ উচ্চতায় প্রায় ৬০০ফুট যা কিনা স্ট্যাচু অফ লিবার্টি থেকেও উঁচু ৷ আর এই মূর্তিটি তৈরির নেপথ্যে রয়েছেন পদ্মভূষণ প্রাপ্ত ভাস্কর রাম ভি সুতার ৷ সম্পূর্ণ রাম ভি সুতারের তত্ত্বাবধানেই তৈরি হয়েছে বিশ্বের সর্বোচ্চ মূর্তিটি ৷ News18
advertisement
2/6
তবে শুধু এই মূর্তিটি নয়, দশের প্রায় সবকটি নজরকাড়া ও গুরুত্বপূর্ণ মূর্তিই তৈরি হয়েছে তাঁর হাতে ৷ সংসদে অবস্থিত ১৬টি মূর্তিই তাঁর তৈরি যার মধ্যে রয়েছে ইন্দিরা গান্ধি, মৌলানা আজাদ, জওহরলাল নেহেরুর মতো সব নাম ৷ বিশ্বজুড়ে মহাত্মা গান্ধির প্রায় ৩৫০টি মূর্তিও সুতারের হাতেই বানানো হয়েছে ৷ Photo Courtesy: Facebook
advertisement
3/6
১৯২৫-এর ১৯ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের গোন্দুরে জন্ম হয় রাম ভি সুতারের ৷ ৯৩ বছর বয়সে তিনি বানালেন বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাচু অফ উইনিটি ! মুম্বইয়ের জে জে স্কুল অফ আর্ট থেকে ভাস্কর্যে ডিপ্লোমা পান ৷ এরপর থেকেই চলেছে তাঁর নতুন নতুন স্থাপত্যের কাজ ৷ কখনও তিনি ইলোরার পুনঃপ্রতিষ্ঠার কাজ চালিয়েছেন আবার কখনও প্রায় ৮হাজার ভাস্কর্য তৈরি করেছেন ৷
advertisement
4/6
পদ্মশ্রী, পদ্মভূষণ, টেগোর অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন তিনি ৷ সর্বশেষ তাঁর সর্বোচ্চ মূর্তিটি নিয়েই চর্চা হচ্ছে সবচেয়ে বেশি ৷ তবে রাম ভি সুতারের মতে নরেন্দ্র মোদির ভাবনাচিন্তারই ফল এই মূর্তিটি ৷ তাঁর এই কাজের জন্য প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করেছেন রাম ভি সুতারকে ৷ Photo Courtesy:Twitter
advertisement
5/6
গান্ধিজির ভক্ত রাম ভি সুতারের হাতে তৈরি হয়েছে গান্ধিজির প্রচুর মূর্তি ৷ যখন তিনি প্রায় ৮ বছর তখন তাঁর গ্রামে গান্ধিজি এসেছিলেন ৷ গান্ধির মতাদর্শ মেনে চলা রাম কোন সময়ই বিদেশী জিনিস ব্যবহার করেন না ৷ Photo Courtesy: Facebook
advertisement
6/6
নিজের তৈরি সর্বোচ্চ মূর্তির সামনে রাম ভি সুতার ৷ Photo Courtesy: Facebook
বাংলা খবর/ছবি/দেশ/
#StatueOfUnity: বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিটি বানালেন ৯৩বছরের বৃদ্ধ, চিনুন তাঁকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল