Ram Lalla Idol Jewellery Pieces: প্রাণপ্রতিষ্ঠায় হিরে, চুনি, পান্নায় খচিত কী কী অমূল্য অলঙ্কার ছিল রামলালার বিগ্রহে? নির্মাতা কে? জানুন বিশদে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ram Lalla Idol Jewellery Pieces: অলঙ্কার ও রত্নখচিতের মধ্যে ছিল তিলক, ধনুষ, তির, মুকুট এবং পঙ্খী, ছোট হার, পঞ্চলড়া, বিজয়হার, কোমরবন্ধ, বাজুবন্ধ, হাতের বালা, নূপুর, পায়ের বালা, মুদ্রিকা এবং পদ্মফুল
advertisement
1/11

অযোধ্যায় রাম জন্মভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে সোমবার প্রাণপ্রতিষ্ঠা হল রাম লালার। কৃষ্ণশিলায় নির্মিত বিগ্রহের রূপে মুগ্ধ পুণ্যার্থীরা।
advertisement
2/11
পাঁচ বছরের শিশুর সারল্যের আদলে নির্মিত এই বিগ্রহকে প্রাণপ্রতিষ্ঠার দিন সাজানো হয়েছিল ১৪ রকম অলঙ্কারে। বিগ্রহের সব অলঙ্কার তৈরি করেছে হরসহায়মল শিয়ামল জুয়েলার্স।
advertisement
3/11
অলঙ্কার ও রত্নখচিতের মধ্যে ছিল তিলক, ধনুষ, তির, মুকুট এবং পঙ্খী, ছোট হার, পঞ্চলড়া, বিজয়হার, কোমরবন্ধ, বাজুবন্ধ, হাতের বালা, নূপুর, পায়ের বালা, মুদ্রিকা এবং পদ্মফুল।
advertisement
4/11
আভিজাত্য এবং রাজকীয়তায় ভরপুর স্বর্ণালঙ্কারে খচিত ছিল হীরে, চুনি,পান্না। ১৩০ বছরের প্রাচীন এই অলঙ্কার ব্যবসায়ী যত্ন ও নিষ্ঠার সঙ্গে তৈরি করেছে প্রতিটি ভূষণ।
advertisement
5/11
অলঙ্কার প্রস্তুতকারী সংস্থা সমাজমাধ্যমে জানিয়েছে তারা রামলালার অলঙ্কার তৈরি করতে পেরে গর্বিত। তাঁদের আশা রামজন্মভূমিতে রামলালার প্রত্যাবর্তনের সাক্ষী এই অলঙ্কার কালজয়ী হবে।
advertisement
6/11
হরসহায়মল শিয়ামল জুয়েলার্সের অধিকর্তা অঙ্কুর, কানুপ্রিয়া এবং মোহিত আনন্দ নিজেরা এই অলঙ্কারের নক্সা তৈরি করেছেন। তাঁরা এই সুযোগে শামিল হতে পেরে গর্বিত।
advertisement
7/11
১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হরসহায়মল শিয়ামল জুয়েলার্সের শাখা আছে লখনউ এবং বরেলী-দুই শহরেই। দীর্ঘ বছর ধরে তাঁরা অলঙ্কার ব্যবসায়ে সুপরিচিত প্রতিষ্ঠান।
advertisement
8/11
সোমবার, প্রাণপ্রতিষ্ঠার দিন রামলালার বিগ্রহে কী কী অলঙ্কার ছিল, তার তালিকা প্রকাশ করেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট। পীতাভ বেনারসি ধুতি, লাল পট্টবস্ত্রে সজ্জিত বিগ্রহের পট্টবস্ত্রে সোনার জরি দিয়ে শঙ্খ, চক্র, পদ্ম ও ময়ূরের নক্সা ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
9/11
রামলালার বিগ্রহের মুকুটে আছে হিরে, চুনি, পান্না। মুকুটের ঠিক মাঝখানে রয়েছে সূর্য। মুকুটের সঙ্গে মানানসই কর্ণালঙ্কার। গলায় অর্ধচন্দ্রাকৃতি কণ্ঠে ফুলের নক্সা এবং মধ্যবর্তী স্থানে সূর্য।
advertisement
10/11
বিগ্রহের বৈজয়ন্তী বা বিজয়মাল্যে খোদিত হিরে, পান্না। অলঙ্কারে আছে কৌস্তভ মণিও। হাতের আঙটিতে বসানো মুক্তো। বাঁ হাতে সোনার ধনুকে মুক্তো, চুনি, পান্না। ডান হাতে সোনার তির।
advertisement
11/11
বিগ্রহের তিলক হিরে এবং চুনিখচিত। পায়ের অলঙ্কারেও বসানো হয়েছে চুনি। পাঁচ বছরের শিশুর আধারে মূর্তি বলে রামলালার সামনে ছিল রুপোর তৈরি বাচ্চাদের খেলনা।