TRENDING:

Rahul Gandhi: বড় বিপদে পড়তে পারেন রাহুল গান্ধি! মানা হচ্ছে না নিরাপত্তা প্রোটোকল, বড় অভিযোগে খাড়গেকে চিঠি আশঙ্কিত CRPF-এর

Last Updated:
Rahul Gandhi: নিরাপত্তা প্রোটোকল মানছেন না রাহুল গান্ধি, যে কোনও সময় বড় বিপদ হতে পারে! খাড়গেকে আশঙ্কা চিঠি CRPF-এর।
advertisement
1/7
বড় বিপদ হতে পারে রাহুল গান্ধির! মানা হচ্ছে না নিরাপত্তা প্রোটোকল, বড় অভিযোগ-চিঠি CRPF-এর
নিরাপত্তা প্রোটোকল মানছেন না রাহুল গান্ধি, যে কোনও সময় বড় বিপদ হতে পারে! খাড়গেকে আশঙ্কা চিঠি CRPF-এর। বিদেশ সফরের সময় নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে।
advertisement
2/7
অভিযোগের উল্লেখ করে তাই সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বা সিআরপিএফ-এর তরফে চিঠি দেওয়া হল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে।
advertisement
3/7
সূত্রের খবর, মল্লিকার্জুন খাড়গেকে দেওয়া চিঠিতে সিআরপিএফ-এর ভিভিআইপি সিকিউরিটি প্রধান সুনীল জুন লিখেছেন, রাহুল গান্ধি তাঁর বিদেশ সফরগুলিতে নিরাপত্তা নিয়ম মানছেন না এবং অনেক সময় কাউকে কিছু না জানিয়ে দেশ ছাড়ছেন।
advertisement
4/7
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৩০ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি ইতালি, ১২ থেকে ১৭ মার্চ ভিয়েতনাম, ১৭ থেকে ২৩ এপ্রিল দুবাই, ১১ থেকে ১৮ জুন কাতার, ২৫ জুন থেকে ৬ জুলাই লন্ডন এবং ৪ থেকে ৮ সেপ্টেম্বর মালয়েশিয়া সফর করেছেন। এই সব বিদেশ সফরের সময় কংগ্রেস সাংসদ নিরাপত্তা প্রোটোকল বারবার ভাঙা হয়েছে বলে অভিযোগ।
advertisement
5/7
বাহিনী লিখেছে, অ্যাডভান্সড সিকিউরিটি লিয়াজোঁ দল-সহ রাহুল গান্ধি জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। কিন্তু, বহু ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠানে তিনি ন্যূনতম বিধি মান্য করে চলেন না।
advertisement
6/7
CRPF জানিয়েছে, তিনি যেভাবে বিধি লঙ্ঘন করছেন, তাতে তাঁর নিরাপত্তা বিপদের মুখে পড়তে পারে। সরকারি কর্তারা সংবাদ সংস্থাকে জানান, রাহুলের নিরাপত্তাবিধি ভঙ্গ রীতিমতো উদ্বেগের বিষয়। ভবিষ্যতে তিনি যেন নিয়ম মেনে চলাফেরা করেন।
advertisement
7/7
সিআরপিএফ স্পষ্ট জানিয়েছে, প্রথাগত যে নিরাপত্তাবিধি অনুসরণ করা হয়, তা ভেঙে ফেললে সুরক্ষা দেওয়ার ব্যাপারেও অসুবিধায় পড়তে হয় দায়িত্বশীল আধিকারিকদের। ভিভিআইপিদের জন্য সুরক্ষা ব্যবস্থা আগাম তৈরি করা থাকে। হঠাৎ করে তা উপেক্ষা করলে মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে।
বাংলা খবর/ছবি/দেশ/
Rahul Gandhi: বড় বিপদে পড়তে পারেন রাহুল গান্ধি! মানা হচ্ছে না নিরাপত্তা প্রোটোকল, বড় অভিযোগে খাড়গেকে চিঠি আশঙ্কিত CRPF-এর
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল