TRENDING:

Putin Modi Meet: রইল ট্রাম্পের হুমকি...ভারতের পরমাণু কেন্দ্রে জ্বালানি জোগাবে রাশিয়া! ঘোষণা করে দিলেন পুতিন

Last Updated:
সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, ২০২৪ এ ভারত এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল৷ যার মধ্যে কুডানকুলাম প্লান্টের তৃতীয় ও চতুর্থ পারমাণবিক চুল্লি VVER-1000 reactors এর জ্বালানি সরবরাহ করার জন্য চুক্তি করা হয়েছিল রাশিয়ার সঙ্গে৷
advertisement
1/8
রইল ট্রাম্পের হুমকি..ভারতের পরমাণু কেন্দ্রে জ্বালানি জোগাবে রাশিয়া! ঘোষণা করে দিলেন পুতিন
নয়াদিল্লি: রাশিয়ার থেকে যে জ্বালানি কেনা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল হয়েছে ভারত, ভারতকে তার চাহিদা মতো সেই জ্বালানি রাশিয়া জুগিয়ে যাবে বলে শুক্রবার প্রতিশ্রুতি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক সেরে সাংবাদিকদের সামনে বিবৃতি দেওয়ার সঙ্গে পুতিনজানান, ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে রাশিয়া বদ্ধপরিকর৷ শুধু তাই নয়, ভারতের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রে পারমাণবিক জ্বালানিও রাশিা সরবরাহ করবে বলে জানা গিয়েছে৷
advertisement
2/8
তামিলনাড়ুর কুডানকুলামে রয়েছে ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র৷ সেই পারমাণবিক কেন্দ্রের নির্মাণ সম্পূর্ণ করতে ভারতে সাহায্য করছে রাশিয়া৷ ২০২৪ সালেই রাশিয়ার সঙ্গে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছিল ভারত৷ এদিন ভারতে দাঁড়িয়েও সেই সংক্রান্ত প্রতিশ্রুতির কথা জানান পুতিন৷
advertisement
3/8
এদিন পুতিন বলেন, ‘‘ভারতের কুডানকুলামে সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র তৈরির বিষয়ে আমরা একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম গ্রহণ করেছি৷ ৬টি চুল্লির মধ্যে ২টি ইতিমধ্যেই সক্রিয় রয়েছে এবং ভারতের পাওয়ার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত৷ বাকি ৪টে নির্মাণের কাজ এখনও চলছে৷ এই পারমাণবিক কেন্দ্রকে পূর্ণ ক্ষমতায় নিয়ে এলে ভারতের জ্বালানি চাহিদার ক্ষেত্রে দুর্দান্ত লাভ হবে৷’’
advertisement
4/8
অন্যদিকে, রাশিয়ার কাছ থেকে সস্তায় জ্বালানি কেনা নিয়ে বারবার ট্রাম্পের রোষে পড়েছে ভারত৷ ভারতের উপরে চাপানো হয়েছে অতিরিক্ত শুল্ক৷ সকলের সামনে ট্রাম্প বারবার বলেছেন, ভারত রাশিয়ার থেকে যে জ্বালানি কিনছে, সেই অর্থ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া৷ ভারতকে আমেরিকার ‘সুনজরে’ আসতে ভারতকে রাশিয়ার থেকে জ্বলানি কেনা বন্ধ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প৷
advertisement
5/8
যদিও ভারত পাল্টা জানিয়েছিল, ভারতের অন্তর্বর্তী সিদ্ধান্ত দেশের নিজের৷ বাইরের কারও এ বিষয়ে কথা বলা এক্তিয়ার বহির্ভূত৷ এদিন অবশ্যমোদি-পুতিন দ্বিপাক্ষিক বৈঠকে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে তাঁরা শান্তির পক্ষে৷ শান্তি সাধানে পৌঁছতে রাশিয়াকে সবরকম সাহায্য করতে প্রস্তুত ভারত৷
advertisement
6/8
দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা প্রসঙ্গে পুতিন বলেন, ‘‘আমরা বাধাহীন ভাবে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক পরিকাঠামোয় জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত৷’’ রাশিয়ার প্রেসিডেন্ট আরও জানান, ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির জন্য প্রয়োজনীয় তেল, গ্যাস, কয়লা এবং অন্যান্য জ্বালানির নির্ভরযোগ্য সরবরাহকারী হয়ে উঠতে প্রস্তুত রাশিয়া।
advertisement
7/8
সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, ২০২৪ এ ভারত এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল৷ যার মধ্যে কুডানকুলাম প্লান্টের তৃতীয় ও চতুর্থ পারমাণবিক চুল্লি VVER-1000 reactors এর জ্বালানি সরবরাহ করার জন্য চুক্তি করা হয়েছিল রাশিয়ার সঙ্গে৷
advertisement
8/8
দীর্ঘদিন ধরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম জ্বালানি সরবরাহ করে আসছে। তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রোসাটম, শুক্রবার একটি কার্গো ফ্লাইটে নোভোসিবিরস্ক কেমিক্যাল কনসেনট্রেটস প্ল্যান্টে উৎপাদিত পরামাণু জ্বালানি কুডানকুলামের তৃতীয় চুল্লির জন্য জ্বালানি নিয়ে এসেছে ভারতে৷ পরমাণু চুল্লিটি সম্পূর্ণ তৈরির জন্য রাশিয়া থেকে এমনই মোট সাতটি বিমান আসবে, যা ২০২৪ সালে স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে সম্পন্ন হবে৷ তৃতীয় এবং চতুর্থ চুল্লির পুরো পরিষেবার জন্য জ্বালানি সরবরাহ করবে রাশিয়া।
বাংলা খবর/ছবি/দেশ/
Putin Modi Meet: রইল ট্রাম্পের হুমকি...ভারতের পরমাণু কেন্দ্রে জ্বালানি জোগাবে রাশিয়া! ঘোষণা করে দিলেন পুতিন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল