LIVE Puri Rath Yatra 2024: জগন্নাথদেবের উল্টো রথ, সাজো সাজো রব পুরীতে! দেখুন পুরীর ছবি
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Jagannath Dham: উল্টো রথে শ্রীক্ষেত্র পুরীতে প্রায় ২০ লক্ষ ভক্ত সমাগম হয়েছে। একবার প্রভুকে দর্শন করে রথের দড়ি স্পর্শ করতে হাজির হয়েছেন।
advertisement
1/4

উল্টোরথ। সোজা রথ থেকে ন'দিনের মাথায় আয়োজন করা হয় উল্টো রথের। উল্টো রথ উপলক্ষে শ্রীক্ষেত্র পুরীতে প্রায় ২০ লক্ষ ভক্ত সমাগম হয়েছে। একবার প্রভু কে দর্শন করে রথের দড়ি স্পর্শ করতে হাজির হয়েছেন।
advertisement
2/4
সোমবার সকাল দশটার পরেই গুন্ডিচা মন্দির থেকে বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ কে বের করে নিয়ে আসা হয়। পরে পুরীর রাজা এসে রথের সুচনা করে। এক এক করে রথের চাকা এগোতে থাকে প্রধান মন্দিরের দিকে।
advertisement
3/4
উল্টা রথ, বহুদা যাত্রা বা উল্টো রথ নামে পরিচিত, হল পুরী জগন্নাথ রথযাত্রার রথের প্রত্যাবর্তন যাত্রা।গুন্ডিচা মন্দির আট দিন পর। আষাঢ় মাসের সপ্তম দিনে শুরু হয় ফিরতি যাত্রার প্রস্তুতি।
advertisement
4/4
এটি জগন্নাথ রথযাত্রার সমাপ্তি চিহ্নিত করে। সুভদ্রার (দেবদালন) রথটি মাঝখানে, তার পরে পশ্চিমে বলভদ্রের (তালধ্বজা) রথ এবং সবশেষে পূর্বে জগন্নাথের (নন্দীঘোষ) রথ। মাঝখানে সুভদ্রা, ডানে জগন্নাথ এবং বামদিকে বলভদ্র। রথভোগ হল একটি বিশেষ শুকনো খাবার যা অনুষ্ঠানের সমাপ্তিতে পরিবেশন করা হয়।