Puri Rath Yatra: এবারও ভক্ত ছাড়া জগন্নাথ সেবা! করোনা আবহেই পুরীতে শুরু রথের নির্মাণ কাজ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জোরকদমে চলছে রথ নির্মাণের প্রস্তুতি, দেখুন ছবি
advertisement
1/5

আবারও করোনাভাইরাসের কোপ পড়ল পুরীর রথযাত্রা (Puri Rath Yatra) অনুষ্ঠানে। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় (Coronavirus Second Wave) গতবছরের মত এবছরও রথযাত্রার অনুষ্ঠান হবে ভক্তদের ছাড়াই। বাড়তে থাকা সংক্রমণের (Covid-19) কথা মাথায় রেখে চলতি বছরের রথযাত্রা অনুষ্ঠানে একাধিক বিধিনিষেধ (Corona Protocol) জারি করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরীর রথযাত্রায় এবছর অংশগ্রহণ করতে পারবেন কেবলমাত্র সেবাইতরা। ভক্তসমাগমের উপর নিষেধাজ্ঞা জারি থাকছে।
advertisement
2/5
কিন্তু এসবের মাঝেই আসন্ন রথ উৎসব উপলক্ষে রথের নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে পুরীর মন্দির চত্বরে! জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তলধ্বজ, সুভদ্রার রথের নাম পদ্মধ্বজা। জগন্নাথের রথে ১৮টি, বলরামের রথে ১৬টি এবং সুভদ্রার রথে ১৪টি চাকা থাকে। প্রতি বছরে নতুন রথ তৈরি হয়। ইতিমধ্যে ৩৯টি রথের চাকা তৈরিও হয়ে গিয়েছে। রথ তৈরি করতে প্রায় ২০০ স্থানীয় শ্রমিক কাজ করছে।
advertisement
3/5
করোনার সংক্রমণের কারণে সমস্ত শ্রমিক আলাদা আলাদা বিচ্ছিন্নভাবে ইসলেশনে থাকছে, সাধারণ মানুষের সঙ্গে তাদের ন্যূনতম যোগাযোগ রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে শুরু করেন তাঁরা। ডিএম সমর্থ ভার্মা বলেছেন যে, আমরা সরকারের আদেশ অনুসারে ভক্তদের উপস্থিতি ছাড়াই রথযাত্রার আয়োজন করব। এটি গত বছরের মতো হবে। রথ টান সমস্ত লোকের একটি আরটি-পিসিআর পরীক্ষা করা হবে। পুরো যাত্রা করোনার প্রোটোকল এবং নিয়ম অনুসরণ করা হবে।
advertisement
4/5
প্রতি বছরে নতুন রথ তৈরি হয়। ৪টি করে কাঠের ঘোড়া যোগ করা হয় প্রতিটি রথে। ১২০০ মিটার কাপড়ে বানানো হয় রথযাত্রার চাঁদোয়া। তৈরি করেন ১৫ জন দরজি মিলে। পুরীর রথে বসানো মূর্তি তৈরি হয় নিমগাছের কাঠ দিয়ে।
advertisement
5/5
ওড়িশায় রথযাত্রা চলাকালীন পুরী জুড়ে কার্ফু জারি থাকবে। গত বছরের মতো এবারেও ভার্চুয়াল মাধ্যমে রথযাত্রার অনুষ্ঠান টেলিকাস্ট করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রথযাত্রার সরাসরি সম্প্রচারের ফিড সংবাদমাধ্যমগুলোকে পাঠিয়ে দেওয়া হবে।