Punjab CM : চলল তুমুল লাড্ডু পর্ব! রাহুল-সিধুর উপস্থিতিতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ চরণজিৎ চান্নির...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Punjab CM : পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi)।
advertisement
1/12

পঞ্জাবের (Punjab) নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চরণজিৎ সিং চান্নি (Charanjit Channi)। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ চণ্ডিগড়ে রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত।
advertisement
2/12
রাজ্যের প্রথম দলিত মুখ্যমন্ত্রী (Punjab CM) পেল উত্তর ভারতের শস্য সুফলা রাজ্য পঞ্জাব। পাশাপাশি এদিন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুখজিন্দর রানধাওয়া এবং ব্রাহম মহিন্দ্রা।
advertisement
3/12
পাশাপাশি এদিন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুখজিন্দর রানধাওয়া এবং ব্রাহম মহিন্দ্রা।
advertisement
4/12
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে চরণজিত সিং চান্নি এদিন বলেন, ক্যাপ্টেনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চাই। একইসঙ্গে তিনি জানান রাজ্যের কৃষকদের সঙ্গে কথা বলবেন তিনি। কৃষকদের অভাব অভিযোগ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করবেন আগামী দিনে। এমনই আশ্বাস দেন পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী।
advertisement
5/12
প্রত্যাশামতোই শপথবাক্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ওয়ানাড়ের সাংসদ রাহুল গান্ধি এবং পঞ্জাব কংগ্রেসের প্রেসিডেন্ট নভজ্যোত সিং সিধু।
advertisement
6/12
তবে যথারীতি ছিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। অন্যদিকে ট্যুইট করে পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
7/12
এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে সবুজ পাগড়িতে সেজেছিলেন সিধু। অন্যদিকে রাহুল গান্ধি ও চান্নির পরনে ছিল সাদা কুর্তা পাজামা। চরণজিতের (Punjab CM) মাথায় ছিল হালকা গেরুয়া রঙের পাগড়ি ও গায়ে জোহর কোট।
advertisement
8/12
শপথ গ্রহণ (Punjab CM) অনুষ্ঠানের শেষে শুরু হয় লাড্ডু খাওয়া পর্ব। শুভ কাজে একে অপরকে লাড্ডু খাওয়ানোর রীতি রয়েছে উত্তর ভারতে। পঞ্জাবের সেই ট্র্যাডিশন মেনেই চরণজিতের মুখে লাড্ডু তুলে দেন প্রবীণ বিধায়করা। ছিলেন সিধুও।
advertisement
9/12
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নাম ঠিক করতে শনিবার বিকেলেই বৈঠকে বসেছিল কংগ্রেসের পরিষদীয় দল। সেখানে দলের ৮২ জনের মধ্যে ৮০ জন বিধায়কই উপস্থিত ছিলেন। শুধু ক্যাপ্টেন নিজে এবং তাঁর ঘনিষ্ঠ এক বিধায়ক হাজির হননি।
advertisement
10/12
কংগ্রেস পরিষদীয় দলের ওই বৈঠকেই নাকি সনিয়া গান্ধির উপর পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের দায়িত্ব তুলে দেন দলের বিধায়করা। তারপরই তৎপর হয় হাই কম্যান্ড।
advertisement
11/12
গান্ধি পরিবারের ঘনিষ্ঠ হওয়ার জেরেই অম্বিকা সোনি লড়াইয়ে সবার থেকে এগিয়ে ছিলেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় অন্য বিকল্পের কথা ভাবতে হয় হাইকম্যান্ডকে। দৌড়ে এগিয়ে ছিলেন রাহুল গান্ধি ঘনিষ্ঠ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখর।
advertisement
12/12
ভাবনাচিন্তা চলছিল নভজ্যোত সিং সিধুর নাম নিয়েও। এছাড়াও শোনা যাচ্ছিল পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন বর্ষীয়ান নেতা প্রতাপ সিং বাজওয়া এবং রবনীত সিং বিট্টো। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত জল্পনার শেষে চরণজিৎকেই (Charanjit Channi) বেছে নেয় দলীয় নেতৃত্ব।