TRENDING:

#PulwamaAttack: বিস্ফোরণে এত তীব্রতা ছিল যে জওয়ানের ছিন্নভিন্ন দেহ ছিটকে পড়েছিল ৮০ মিটার দূরে

Last Updated:
advertisement
1/5
#PulwamaAttack: বিস্ফোরণে এত তীব্রতা ছিল যে জওয়ানের ছিন্নভিন্ন দেহ ছিটকে পড়েছিল ৮০ মিটার দূরে
• দগদগে ক্ষতটা মিলিয়ে যাওয়া তো দূরের কথা, ক্ষোভ বেড়েই চলেছে দেশবাসীর হৃদয়ে ৷ ১৪ ফেব্রুয়ারি ছিল একটা আপাদমস্তক ভালবাসার দিন ৷ প্রেম দিবসেই আমরা হারিয়েছি ৪২টা তাজা রক্তকে ৷ যাঁরা দিনরাতকে একাকার করে তীক্ষ্ণ প্রহরায় সুরক্ষিত রেখেছিল আমাদের ৷
advertisement
2/5
• সময় যত গড়াচ্ছে, ততই নতুন নতুন তথ্য উঠে আসছে তদন্তকারী সংস্থার হাতে ৷ কারা জড়িত ছিল, কীভাবে পরিকল্পনা করা হয়েছিল, কেন আটকানো গেল না এই হামলা, কী বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল, এসব নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ ৷
advertisement
3/5
• সিআরপিএফ সূত্রে খবর, যে গাড়িতে বিস্ফোরক নিয়ে আসা হয়েছিল, তাতে ছিল ৬০ কেজি শক্তিশালী আরডিএক্স। প্রথমে বলা হয়েছিল ৩৫০ কেজি আরডিএক্স ছিল ৷ এবং তা আনা হয়েছিল একটি এসইউভি গাড়িতে ৷ পরে এও জানা যায়, গাড়িটি কনভয়ের ভ্যানে ধাক্কা মারেনি ৷ পাশেই রাখা ছিল ৷ সিআইপিএফ-এর ৭৮টি গাড়ির কনভয় যখন যাচ্ছে সে সময়ই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা ৷
advertisement
4/5
• পরে অবশ্য জানা যায়, এসইউভি নয়, সেডান গাড়িতে ৬০ কেজি আরডিএক্স আনা হয়েছিল ৷ বহুদিন ধরেই নাকি কাশ্মীরে অল্প অল্প করে বিস্ফোরক জোগাড় করছিল জঙ্গিরা ৷ বিস্ফোরণের পর ১৫০ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল আরডিএক্স ৷
advertisement
5/5
• এই ঘটনার ভয়াবহতা বাড়াতে বিস্ফোরকে ব্যবহার করা হয় 'শেপড চার্জ'। যার ফলে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জেওয়ানদের মৃতদেহের অংশ ছিটকে পড়েছিল ৮০ মিটার দূরে ৷
বাংলা খবর/ছবি/দেশ/
#PulwamaAttack: বিস্ফোরণে এত তীব্রতা ছিল যে জওয়ানের ছিন্নভিন্ন দেহ ছিটকে পড়েছিল ৮০ মিটার দূরে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল