সামাজিক দূরত্ব বজায় রেখে, মাত্র ২০জন যাত্রী নিয়ে বাস চললো দিল্লিতে ! দেখুন ছবি
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
সকলকে মাস্ক পরতেই হবে। মাস্ক ছাড়া কাউকে বাসে উঠতে দেওয়া হবে না।
advertisement
1/5

দেশে চলছে চার দফার লকডাউন। সারা দেশে করোনা ভাইরাসের ভয়াবহতা বোঝাতে তিনটি জোনে ভাগ করা হয়েছে। রেড, অরেঞ্জ ও গ্রিন জোন। গ্রিন জোন মানে সেখানে কোনও করোনা পজেটিভ নেই। এই গ্রিন জোনে কিছু কিছু লকডাউনের নিয়মে ছাড় দেওয়া হয়েছে। কিছু জায়গায় বাস চলাচলের অনুমতিও দেওয়া হয়েছে। photo source ANI
advertisement
2/5
সেই নিয়ম মেনেই আজ দিল্লিতে বাস চলা শুরু হল। দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন বাস চালু করে আজ। photo source ANI
advertisement
3/5
তবে এই বাস চালু হলেও মানতে হবে করোনা সর্তকতার সব নিয়ম। যেমন বাসে ২০ জনের বেশি লোক তোলা যাবে না। photo source ANI
advertisement
4/5
সকলকে মাস্ক পরতেই হবে। মাস্ক ছাড়া কাউকে বাসে উঠতে দেওয়া হবে না। বাসে ওঠার সময় হাত স্যানিটাইজ করতে হবে। photo source ANI
advertisement
5/5
যাত্রীদের বাসে তোলার আগে ভাল করে বাস স্যানিটাইজ করা হয়েছে। প্রত্যেকবার যাত্রা শুরু করার আগে বাস স্যানিটাইজ করতে হবে। মানতে হবে সোশ্যাল দূরত্ব। এই সব নিয়ম মেনেই আজ বাসে চড়লেন বেশ কিছু যাত্রী। photo source ANI