Lok Sabha Election 2019: বিদেশে বরকে ছেড়ে ভোটের লাইনে ‘দেশি গার্ল’, ভোট দিলেন মাধুরী, টাইগার শ্রুফ, রাহুল বোসও
Last Updated:
advertisement
1/5

সকাল সকাল ভোট দিতে হাজির দেশি গার্ল ৷ স্বামী নিককে ছেড়ে নিজের গণতান্ত্রিক দায়িত্ব পালনে দেশে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷
advertisement
2/5
ভোট দেওয়ার পর ট্যুইটারে ফটো আপলোড করে পিগি চপস লিখেছেন, ‘এই মুহূর্তটাই আসল ৷ প্রতিটা ভোটই এক একটা মত, যা দেশের সরকার গড়বে৷ ’
advertisement
3/5
জুহুতে পোলিং বুথে ভোট দিলেন মাধুরী দীক্ষিত ৷
advertisement
4/5
সকাল সকাল ভোট দিতে মুম্বইয়ে পোলিং স্টেশনে পৌঁছেছিলেন টাইগার শ্রুফও ৷
advertisement
5/5
হায়দরাবাদে শ্যুটিং ফেলে নাগরিক দায়িত্ব পালনে মুম্বইয়ে পৌঁছান রাহুল বোসও ৷ ভোট দেওয়ার পর ট্যুইটারে ছবি পোস্ট করে জানান, ২ ঘণ্টার মধ্যে ফের ফ্লাইট ধরে শ্যুটিংয়ে পৌছতে হবে তাঁকে ৷