Prime Minister Modi: X হ্যান্ডেলে ভারতের সবচেয়ে বেশি 'লাইক'...! তালিকার শীর্ষে প্রধানমন্ত্রী মোদি, ধারেকাছে নেই কোনও রাজনৈতিক নেতা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Prime Minister Modi: গোটা বিশ্বের সামাজিক মাধ্যমগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল X হ্যান্ডেল যা পূর্বে ট্যুইটার নাম পরিচিত ছিল। সম্প্রতি একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে 'এক্স'।
advertisement
1/10

X হ্যান্ডেল। গোটা বিশ্বের সামাজিক মাধ্যমগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল এই X হ্যান্ডেল যা পূর্বে ট্যুইটার নাম পরিচিত ছিল। সম্প্রতি একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে 'এক্স'।
advertisement
2/10
নতুন এই বৈশিষ্ট্য দিয়ে এক্স গত মাসে এই প্ল্যাটফর্মে যে কোনও একটি দেশের সর্বাধিক পছন্দ করা ট্যুইটগুলিকে হাইলাইট করেছে।
advertisement
3/10
ভারতে, নতুন এই ফিচার আসতেই দেখা গেল দেশের সর্বাধিক পছন্দের পোস্টের মধ্যে শীর্ষ আসনটি পেয়ে গিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদি। তিনিই এই তালিকার শীর্ষে রয়েছেন।
advertisement
4/10
ট্যুইটারের হিসেবে গত ৩০ দিনে সর্বাধিক পছন্দ করা শীর্ষ ১০টি ট্যুইটের মধ্যে ৮টি তাঁর। অর্থাৎ প্রধানমন্ত্রী মোদির করা মোট আটটি ট্যুইট গত তিরিশ দিনের সময়কালে শীর্ষ পছন্দের তালিকায়।
advertisement
5/10
আরও মজার বিষয় হল, উল্লেখযোগ্যভাবে, অন্য কোনও রাজনীতিবিদ এই তালিকায় শীর্ষ দশে নেই। আর তাতেই বর্তমান এক্স হ্যান্ডেল অর্থ্যাৎ পূর্বের ট্যুইটার প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীর দৃঢ় উপস্থিতি কার্যত আরও জোরালো করে তুলে ধরেছে এই পরিসংখ্যান।
advertisement
6/10
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভগবদ গীতার একটি রাশিয়ান সংস্করণ উপহার দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদির পোস্টটি এই সময়ের মধ্যে ভারতে সর্বাধিক পছন্দ করা ট্যুইট হিসাবে উঠে এসেছে, যা প্ল্যাটফর্মে সর্বাধিক 'এনগেজমেন্ট' বা 'চর্চার' ঝড় তুলেছিল।
advertisement
7/10
প্রধানমন্ত্রী মোদি সেইসময় সেই মুহূর্তের একটি ছবিও শেয়ার করেন একটি পোস্টে, যেখানে তিনি ধর্মগ্রন্থটিকে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বর্ণনা করেন।
advertisement
8/10
তিনি লেখেন, "আজ প্রেসিডেন্ট পুতিনকে রুশ ভাষায় গীতার একটি কপি উপহার দিলাম। গীতার শিক্ষা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দিয়ে চলেছে"।
advertisement
9/10
এছাড়াও দিল্লির পালাম বিমানবন্দরে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানানোর পর প্রধানমন্ত্রী মোদির আরও একটি পোস্ট গত মাসে ভারতে সর্বাধিক 'লাইক' করা ট্যুইটের মধ্যে তৃতীয় স্থানে ছিল।
advertisement
10/10
পোস্টটিতে লেখা হয়, "আমার বন্ধু, প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আজ সন্ধ্যার পরে এবং আগামিকাল আমাদের কথোপকথনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভারত-রাশিয়া বন্ধুত্ব একটি 'সময়-পরীক্ষিত' বন্ধুত্ব যা আমাদের নাগরিকদের ব্যাপকভাবে উপকৃত করেছে"।