TRENDING:

Prashant Kishor: বিহারে ভোট ঘোষণা হতেই সবচেয়ে বড় চমক দিলেন প্রশান্ত কিশোর! ঘোষণা 'সুপার 51'-এর! বিহারে এবার ম্যাজিক দেখাবেন পিকে?

Last Updated:
Prashant Kishor: ভোটমুখী বিহারে প্রথম ৫১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি। তালিকায় কার কার নাম?
advertisement
1/8
বিহারে ভোট ঘোষণা হতেই সবচেয়ে বড় চমক প্রশান্ত কিশোরের! ঘোষণা 'সুপার 51'র! বিহারে এবার খেলা
ভোটমুখী বিহারে প্রথম ৫১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি।
advertisement
2/8
পিকের এই নতুন দলের ৫১ জন প্রার্থীর তালিকায় রাজনীতির প্রচলিত মুখের বদলে দেখা গেল একেবারে আলাদা ছবি-- প্রার্থী হয়েছেন বিশিষ্ট গণিতজ্ঞ, অভিজ্ঞ আইনজীবী, চিকিৎসক, প্রাক্তন আমলা এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারেরা।
advertisement
3/8
প্রথম দফার নির্বাচন হবে ৬ নভেম্বর, দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। মোট ২৪৩ আসনের ভোটে ২৪৩ আসনের সবক’টিতেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি।
advertisement
4/8
আপাতত ৫১ জনের নাম ঘোষণা করলেন প্রাক্তন ভোটকুশলী। তবে পিকে নিজে ভোটে লড়বেন কি না, তা স্পষ্ট করেনি তাঁর দল।
advertisement
5/8
জন সুরজ পার্টির বিশিষ্ট প্রার্থীদের মধ্যে রয়েছেন জনপ্রিয় ভোজপুরি গায়ক রীতেশরঞ্জন পান্ডে। তিনি রোহতাস জেলার কারগাহর বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তালিকায় রয়েছেন, পরিচিত কয়েক জন চিকিৎসক, আইনজীবী এমনকি, প্রাক্তন আমলাও। তৃতীয় লিঙ্গের প্রতিনিধি প্রীতি কিন্নর ভোটে লড়বেন গোপালগঞ্জের ভোরে আসন থেকে।
advertisement
6/8
অন্যান্য প্রার্থীরা হলেন ওয়াই ভি গিরি (মাঞ্জি), ডক্টর অমিত কুমার দাস (মুজাফফরপুর), ডাঃ শশী শেখর সিনহা (গোপালগঞ্জ), ড্রিগ নারায়ণ নিষাদ (বাল্মিকি নগর), সুনীল কুমার (লৌরিয়া), অবধেশ রাম (হরসিদ্ধিএসসি), ডাঃ লাল ব্বাউ প্রসাদ (ঢাকা), ঊষারন কুমার (ঢাকা), সৌরন কুমার (ঢাকা), সৌরন কুমার (ঢাকা)। মোঃ পারভেজ আলম (বেনিপট্টি), রাম পারভেশ কুমার যাদব (নির্মালি), রাঘিব বাবলু (সিকতি), আবু আফফান ফারুক (কোচাধামন), আফরোজ আলম (আমোর), মোঃ শাহনওয়াজ আলম (বাইসি), কুণাল নিষাদ (প্রাণপুর) এবং কিশোর কুমার (সহরসহ)।
advertisement
7/8
দলের সর্বভারতীয় সভাপতি উদয় সিংহ প্রার্থীদের নাম ঘোষণা করে বলেন, 'আমরা শীঘ্রই অন্যান্য আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করব। ১১ অক্টোবর আরজেডি নেতা তেজস্বী যাদবের নির্বাচনী এলাকা রাঘোপুর থেকে প্রশান্ত কিশোর প্রচার শুরু করতে পারেন।'
advertisement
8/8
প্রশান্ত কিশোর কি নিজে ভোটে প্রার্থী হবেন? দয়ের উত্তর, 'যদি আপনারা তালিকায় কিশোরজির নাম পান, তা হলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।'
বাংলা খবর/ছবি/দেশ/
Prashant Kishor: বিহারে ভোট ঘোষণা হতেই সবচেয়ে বড় চমক দিলেন প্রশান্ত কিশোর! ঘোষণা 'সুপার 51'-এর! বিহারে এবার ম্যাজিক দেখাবেন পিকে?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল