Prashant Kishor: 'আমি পাশে আছি', ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ফের ভোট ম্যানেজার প্রশান্ত কিশোর! কোন দলের দায়িত্বে পিকে? চমকে যাবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Prashant Kishor: রাজনৈতিক কৌশলবিদ হিসেবে পদত্যাগ করার চার বছর পর, জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর সম্প্রতি বিজয়ের TVK-এর পাশে গিয়ে দাঁড়িয়েছেন।
advertisement
1/8

চেন্নাই: ভোটকুশলী প্রশান্ত কিশোর কি TVK প্রেসিডেন্ট বিজয়ের বন্ধু, উপদেষ্টা নাকি তাঁর দলের কৌশলবিদ? TVK-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত সম্প্রতি একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রশান্ত কিশোর। সংক্ষিপ্ত বক্তৃতায় পিকে জানান, তিনি এই তিনটি ভূমিকাই পালন করতে পারেন।
advertisement
2/8
রাজনৈতিক কৌশলবিদ হিসেবে পদত্যাগ করার চার বছর পর, জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর সম্প্রতি বিজয়ের TVK-এর পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং দলের কৌশল তৈরি করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের রুটম্যাপ তৈরি করে দেবেন।
advertisement
3/8
প্রশান্ত কিশোর বলেন, “আমি এখানে আমার ভাই, আমার বন্ধু, বিজয়কে সাহায্য করতে আসিনি। কারণ তাকে সেই সাহায্যের প্রয়োজন নেই। তিনি তামিলনাড়ুর জন্য একটি নতুন আশা এবং সেই কারণেই আমি তাঁর পাশে আছি।”
advertisement
4/8
বংশানুক্রমিক রাজনীতির প্রতি খোঁচা দিয়ে প্রশান্ত কিশোর প্রশ্ন করেন, ''শুধুমাত্র সুনীল গাভাস্কার এবং কপিল দেবের মতো বিখ্যাত ক্রিকেটারদের পুত্ররা যদি খেলতেন, তাহলে ভারত কি সচিন তেন্ডুলকর, এম এস ধোনি বা বিরাট কোহলির মতো ক্রিকেট তারকা তৈরি করতে পারত?''
advertisement
5/8
পিকে জানান, তামিলনাড়ুতে ধোনির জনপ্রিয়তাকেও ছাপিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। বলেন, “আমাকে তামিলনাড়ুতে সবচেয়ে জনপ্রিয় বিহারি হতে হবে। তামিলনাড়ুতে বিহারি। তাই, আমাকে ধোনির সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। আমি আপনাদের নেতার অধীনে TVK-কে জেতাব। সেই কারণেই আমি এখানে এসেছি।”
advertisement
6/8
নির্বাচনী কৌশলবিদ হিসাবে এর আগে কাজ করা প্রশান্ত সম্প্রতি বিজয়ের পার্টিতে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন। আগামী বছরের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
7/8
নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট বা পরামর্শদাতা হিসাবে সবসময় যে প্রশান্ত কিশোর সফল হয়েছেন, এমন নয়। তবে বেশিরভাগ সময়ই রাজনীতির ময়দানে তিনি নজির গড়েছেন বলা যেতে পারে। গত এক দশকে প্রায় এক ডজন নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলকে পরামর্শ দিয়েছেন তিনি। সাহায্য করেছেন প্রচারের কৌশল নির্ধারণে।
advertisement
8/8
বিহারে বিজেপি-জেডিইউ জোট, পঞ্জাবে কংগ্রেস, অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস, তামিলনাড়ুতে ডিএমকের পাশাপাশি বাংলার তৃণমূলও রয়েছে সেই তালিকায়। এবার টিভিকে-র উপদেষ্টা হিসেবে কাজ করবেন তিনি।