১৭ মে-র পর আন্তরাজ্য বিমান চালুর সম্ভাবনা, কী হবে গাইডলাইন, জানিয়ে দিল এয়ারপোর্ট অথরিটি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
নির্দিষ্ট রুটে অন্তর্দেশীয় উড়ান চালুর সম্ভাবনা।
advertisement
1/5

১৭ তারিখ শেষ লকডাউন ৩। তারপরই নির্দিষ্ট রুটে অন্তরাজ্য উড়ান চালুর সম্ভাবনা। কী হবে গাইডলাইন। জানিয়ে দিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।
advertisement
2/5
চতুর্থ দফার লকডাউনের মধ্যে শুরু হতে পারে বিমান পরিষেবা। কয়েকটি নির্দিষ্ট রুটে ডোমেস্টিক বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। তার জন্য যাত্রীদের একাধিক গাইডলাইন মানতে হবে। পাইলট, কেবিল ক্রু এবং এয়ার হোস্টেসদেরও পোশাকে এবং আচরণ বিধিতে ব্যপক পরিবর্তন আনা হচ্ছে।
advertisement
3/5
যাত্রীদের ফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক, মানে যাত্রা করার আগে ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
advertisement
4/5
যাত্রীদের মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক। সঙ্গে রাখতে হবে ৩৫০মিলি স্যানিটাইজার
advertisement
5/5
যাত্রীদের ওয়েব চেক-ইন করতে হবে। আর আর অন্যের সহযাত্রীর থেকে চার ফুট দূরত্বে বসতে হবে